গুরুগ্রাম, 22 সেপ্টেম্বর:এক পুলিশ ইনস্পেক্টরের অস্বাভাবিক মৃত্যু হল গুরুগ্রামে ৷ তিনিসোহনার কায়কল্প আশ্রমে যোগ প্রশিক্ষক হিসাবে ডেপুটেশনে নিযুক্ত ছিলেন । গুরুগ্রামের পালাম বিহার এলাকার বাসিন্দা ছিলেন ওই পুলিশ আধিকারিক ৷ পারিবারিক কলহের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ ৷
পুলিশ আরও জানিয়েছে, মৃতের নাম বীরভান ৷ তিনি হরিয়ানার রোহতকের বাসিন্দা ৷ 2012 সালে তিনি পুলিশে যোগ দেন ৷ তাঁকে ডেপুটেশনে সোহনার কায়কল্প আশ্রমে যোগ প্রশিক্ষক হিসাবে পাঠানো হয়েছিল । সেই কারণে গুরুগ্রামের পালম বিহারে একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি ।
পারিবারিক কলহের কারণে সঙ্গে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক হিংসা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন । গত 20 সেপ্টেম্বর বুধবার আদালতে সেই মামলার শুনানি হয় । শুক্রবার আবারও সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল আদালতে ।