পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ludhiana Robbery Case: লুধিয়ানায় সাড়ে 8 কোটি টাকা লুঠের ঘটনায় চিহ্নিত 2 টি গাড়ি, গ্রেফতার মালিক-সহ 3 - 8 কোটি টাকা লুঠের ঘটনায় চিহ্নিত 2 টি গাড়ি

গত শনিবার রাতে লুধিয়ানায় বেসরকারি সংস্থার ক্যাশ ভ্যান লুঠের ঘটনায় 2টি গাড়িকে চিহ্নিত করেছে পুলিশ ৷ ক্যাশ ভ্যান ছিনতাই করে তার থেকে টাকা বের করে নেওয়ার পর ওই দু’টি গাড়িতে করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে তদন্তকারীদের অনুমান ৷

Ludhiana Robbery Case ETV BHARAT
Ludhiana Robbery Case

By

Published : Jun 12, 2023, 12:18 PM IST

লুধিয়ানা, 12 জুন: লুধিয়ানার একটি বেসরকারি সংস্থার ক্যাশ-ভ্যান থেকে প্রায় সাড়ে 8 কোটি টাকা লুঠের ঘটনায় 2টি গাড়িকে চিহ্নিত করেছে পুলিশ ৷ দু’টি গাড়িতে করে দুষ্কৃতীরা পঞ্জাবের লুধিয়ানার মুল্লাপুর টোলপ্লাজার গেট ভেঙে পালিয়ে যায় বলে অভিযোগ ৷ টোলপ্লাজার সিসিটিভি ফুটেজ থেকে গাড়ি দু’টিকে চিহ্নিত করা হয়েছে ৷ ইতিমধ্যে গাড়ি দু’টির মালিক-সহ 3 জনকে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, গত 9 জুন রাতে লুধিয়ানার সিএমএস সংস্থার ক্যাশ-ভ্যান লুঠ করে 8-10 জন দুষ্কৃতী ৷ তাদের সকলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, যে দু’টি গাড়ি টোলপ্লাজার গেট ভেঙে বেরিয়ে গিয়েছে, সেগুলিতেই সওয়ার ছিল দুষ্কৃতীরা ৷ এমনকী তারা সকলেই মাদকাসক্ত বলে অনুমান করছেন তদন্তকারীরা ৷ সেই গাড়িগুলির মালিকদের ইতিমধ্যে আটক করা হয়েছে রবিবার সন্ধ্যায় ৷ জানা গিয়েছে, তাঁরা সকলেই মোগার বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ ওই 3 জনও এই ডাকাতির সঙ্গে জড়িত রয়েছেন ৷ আপাতত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্যদিকে, গাড়ি দু’টির খোঁজে রাইকোট, ভাতিন্ডা, জাগরাওঁ, মোগা ও ফিরোজপুর শহরে তল্লাশি চলছে ৷ ওই টোলপ্লাজা থেকে এই শহরগুলিতে ওই দুষ্কৃতীরা গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের ৷ সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, 8-10 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে সিএমএস সংস্থার ক্যাশ ভ্যান লুঠ করে ৷ এরপর সেটিকে নিয়ে নির্জন কোনও জায়গায় চলে যায় তারা ৷ সেখানে ভ্যান থেকে প্রায় সাড়ে 8 কোটি টাকা নগদ বের করে নিয়ে ফিরোজপুর রোডের পান্ডোরি গ্রামের কাছে ভ্যানটিকে রেখে দিয়ে দু’টি গাড়িতে ফের শহরের দিকে ফিরে আসে ৷ যাতে পুলিশ তাদের লুধিয়ানা শহরের বাইরে খোঁজ করে ৷ মূলত তদন্তকারীদের বিভ্রান্ত করতে এই ছক কষেছে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন:ঋণদাতা সংস্থার কার্যালয়ে ডাকাতি, লুঠ 24 কিলো সোনা, নগদ

তবে, লুধিয়ানা শহর থেকেও তারা পালিয়েছে ৷ আর পালানোর সময়ই টোলপ্লাজার গেট ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ পুলিশ ক্যাশ ভ্যানটিকে উদ্ধার করেছে ৷ সেটি থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করার কাজ চলছে ৷ পাশাপাশি, নিরাপত্তা সংস্থার ব্যবস্থাপনাও খতিয়ে দেখা হচ্ছে ৷ যে গাড়িগুলিতে এটিএম বা অন্যত্র নগদ নিয়ে যাওয়া হয়, সেগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে ৷ কারণ, ভ্যান নিয়ে পালালেও, তার ভিতর থেকে সমস্ত টাকা কীভাবে খালি করে দিল দুষ্কৃতীরা ? সেটাও ভাবাচ্ছে ৷ কারণ, নিয়ম অনিযায়ী ভ্যানের ভিতরে কঠোর কড়া সিকিউরিটি সিস্টেমের মধ্যে টাকা রাখা হয় ৷ অনেকক্ষেত্রে পাসওয়ার্ড সিস্টেম লক বা স্পেশাল বায়োমেট্রিক লকের ব্যবস্থা থাকে ৷ তেমন কোনও ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details