পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Body in Suitcase: স্যুটকেসে মিলল মহিলার নগ্ন দেহ, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য - Gurugram Crime News

গুরুগ্রামে রাস্তার ধারে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়েছিল ৷ তা দেখে অটোরিকশাচালক পুলিশকে ফোন করেন ৷ পুলিশ এসে স্যুটকেসের ভিতর থেকে এক মহিলার নগ্ন দেহ উদ্ধার করে (Police found naked body of woman in suitcase) ৷

Women Naked Body Found
ETV Bharat

By

Published : Oct 19, 2022, 7:55 AM IST

গুরুগ্রাম, 19 অক্টোবর:গুরুগ্রামেপরিত্যক্ত স্যুটকেসের মধ্যে থেকে মহিলার নগ্ন উদ্ধার হল মঙ্গলবার ৷ শহরের আইএফএফসিও চৌকের কাছে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক অটোচালক । ঘটনাস্থলে গিয়ে ওই স্যুটকেস থেকে মহিলার নগ্ন দেহ উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা।

শারীরিক পরীক্ষার পর পুলিশ জানায়, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক (Woman Naked Boy found inside Suitcase) ৷

গুরুগ্রাম পুলিশের ডিসিপি (পশ্চিম) দীপক সাহারন বলেন, "ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে স্যুটকেসের মধ্যে ঢোকানো হয় ৷ ময়নাতদন্তে এই তথ্য সামনে এসেছে ৷ বিস্তারিত অনুসন্ধান চলছে ৷ ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে আশা করছি, খুব তাড়াতাড়ি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ৷"

আরও পড়ুন: প্রেমের পথে কাঁটা স্বামী, নাসিকে চিকিৎসককে ইনজেকশন দ্বিতীয় স্ত্রী-প্রেমিকের

হাসপাতালের মেডিক্যাল বোর্ডের এক সদস্যের মতে মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে ৷ তিনি বলেন, "মৃতার শরীরে কয়েকটি পোড়া দাগ আছে । তাছাড়া যৌনাঙ্গ-সহ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । " ঘটনাক্রম জানতে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের কাজ শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details