আগরতলা, 23 জুন : দিনেদুপুরে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হল পুলিশ কনস্টেবলের উপর ৷ আজ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলায় ৷ তিনি ভোট দিতে যাচ্ছিলেন ৷ এর কিছুক্ষণ আগেই বোরদোওয়ালি কেন্দ্রে একজন সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়ে এক বিজেপি কর্মী ৷ তাঁর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ উঠেছিল এবং সাংবাদিক তা রেকর্ড করার চেষ্টা করছিলেন (Police Constable stabbed on the way to vote centre in Abhoynagar Agartala area) ৷
জখম পুলিশকর্মী সমীর সাহা সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন না ৷ তিনি সপরিবার আগরতলা কেন্দ্রের কুঞ্জবন এলাকায় যাচ্ছিলেন ৷ সে সময় দুষ্কৃতীরা তাঁর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাঁদের সবাইকে ভোট দিতে বাধা দেয় ৷ পুলিশকর্মী সমীর সাহা ঢালাই জেলার গন্ডাচেরা পুলিশ স্টেশনে কাজ করেন ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷
আগরতলার জিবি পন্ত হাসপাতালে সমীর সাহা বলেন, "আমি আমার পরিবারের সঙ্গে ভোট দিতে যাচ্ছিলাম ৷ বিজেপির কিছু দুষ্কৃতী এসে আমায় বুথে যেতে বাধা দেয় ৷ তারা আমায় বলে ভোট দেওয়ার দরকার নেই এবং আমি যেন বাড়ি ফিরে যাই ৷ আমি প্রতিবাদ করায় প্রথমে ছুরি দিয়ে আমার হাতে এবং পরে আমার পেটে আঘাত করা হয় ৷ তারা আমার আত্মীয় এবং বউয়ের উপরেও হামলা চালাবার চেষ্টা করেছিল ৷ আমি নিশ্চিত, বিজেপি কর্মীরাই এই কাজ করেছে ৷ গতকাল রাত থেকেই তারা হিংসাত্মক কাজকর্ম করে চলেছে ৷"
আরও পড়ুন : মহা-সঙ্কটে ‘অতিসক্রিয়’ হিমন্তর বিরুদ্ধে গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ