রামগড়, 24 জুন: ঝাড়খণ্ডের রামগড়ে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করল আততায়ীরা । ঘটনাটি ঘটেছে জেলার ভূরকুন্ডা থানার সায়াল 10 নম্বর খাদানের কাছে । ওই কনস্টেবল হাজারিবাগের উরিমারি পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে । তিনি উরিমারি থানা থেকে রামগড়ের পাত্রতু থানা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন । সেসময় সায়াল 10 খোলা খাদানের কাছে ফাঁকা রাস্তায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । মৃত কনস্টেবলের নাম পঙ্কজ কুমার দাস ।
মাথায় গুলি: জানা গিয়েছে, উরিমারি থেকে ওই কনস্টেবল বাইকে করে পাত্রাতু থানা এলাকায় তাঁর বাড়িতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন । খুব কাছ থেকে আততায়ীরা কনস্টেবলকে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ওই কনস্টেবল রাস্তায় পড়ে যান ৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পুরো রাস্তা রক্তে লাল হয়ে যায় । সূত্রের খবর, মাত্র দু'মাস আগে কনস্টেবল পঙ্কজ কুমারের বিয়ে হয়েছে ।