পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরকিয়ায় জড়িয়েছেন প্রেমিকা? জানতে চাওয়ায় কনস্টেবল প্রেমিকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরালেন তরুণী - undefined

মর্মান্তিক ঘটনার সাক্ষী দেশের তথ্য-প্রযুক্তি হাব। প্রেমিকা অন্য কারও প্রেমে পড়েছেন বলে সন্দেহ হত পেশায় পুলিশ কর্মীর। প্রেমিকাকে এই প্রশ্ন করার ফল হল মারাত্মক।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 9:07 AM IST

Updated : Dec 22, 2023, 9:14 AM IST

বেঙ্গালুরু, 22 ডিসেম্বর:প্রেমিকা অন্য কারও প্রেমে পড়েছেন। এমনই সন্দেহ হত পেশায় পুলিশ কনস্টেবল প্রেমিকের। সে কথা প্রেমিকার কাছে জানতে চাওয়ার পরিণতি হল মারাত্মক। অভিযোগ, সঞ্জয় নামে ওই পুলিশ কর্মীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন পেশায় প্রাক্তন হোমগার্ড প্রেমিকা। বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসার পর শেষমেশ বৃহস্পতিবার মৃত্যু হল প্রেমিকের। অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে বেঙ্গালুরু শহরের পুত্তেনাহালি থানা।

ঘটনার সূত্রপাত 6 ডিসেম্বর। সেদিন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি হন সঞ্জয়। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল। সহকর্মীদের তিনি প্রাথমিকভাবে জানান, রান্না করার সময় গরম তেল গায়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। পরে অবশ্য বয়ান বদল করেন সঞ্জয়। তিনি জানান, তাঁর এই অবস্থার জন্য দায়ী এক মহিলা। সঞ্জয়ের পরিবারের তরফেও ওই তরুণীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়। এরপরই তরুণীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে চিকিৎসকদের সমস্ত লড়াই ব্যর্থ করে মৃত্যু হল সঞ্জয়ের।

জানা গিয়েছে, 2018 সালে পুলিশে যোগ দেন সঞ্জয়। বাসওয়ানগুডি থানায় কাজ শুরু করেন। সে সময় তাঁর সঙ্গে আলাপ হয় এই তরুণীর । তিনি সে সময় হোমগার্ডের কাজ করতেন। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে হোমগার্ডের চাকরি ছেড়ে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে যোগ দেন তরুণী।

সঞ্জয় পুলিশকে জানিয়েছেন, 6 তারিখ তাঁদের দেখা হয়েছিল। আগে থেকেই প্রেমিকার আচরণ দেখে সন্দেহ হত সঞ্জয়ের। প্রেমিকা অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে মনে করতেন প্রেমিক । সেদিনও তরুণীর বেশিরভাগ সময়টাই ফোনে ব্যস্ত ছিলেন। এমন সময় তাঁকে নিজের সন্দেহের কথা জানান প্রেমিক। এরপরই ওই তরুণী সঞ্জয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। শরীরে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভরতি হলেও শেষরক্ষা হল না। প্রাণ গেল প্রেমিকের। আপাতত ধৃত প্রেমিকাকে জেরা করে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

  1. প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, নিহত 10
  2. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  3. মহিলার মৃতদেহের সঙ্গে বাড়িতেই সপ্তাহখানেক বসবাস মা-ভাইয়ের !
Last Updated : Dec 22, 2023, 9:14 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details