চণ্ডীগড়, 23 মার্চ: সন্ত্রাসবাদী সংগঠন তৈরির পরিকল্পনা ছিল কট্টরপন্থী প্রচারক ও খালিস্তানের প্রতি সহানুভূতিশীল অমৃতপাল সিংয়ের ৷ সেই লক্ষ্য সফল করতে প্রথমে তিনি একটি গ্যাং তৈরি করতে চেয়েছিলেন ৷ যে গ্যাংয়ে মূলত মাদকাসক্ত (Drug Addicts) ও দুর্বৃত্ত প্রাক্তন সেনা জওয়ানদের (Rogue Ex Servicemen) যুক্ত করার ছক কষেছিলেন তিনি ৷ বৃহস্পতিবার পুলিশের তরফে এমনই দাবি করা হয়েছে ৷
পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে পঞ্জাবের অমৃতসর জেলার জল্লুপুর কেহরা গ্রামে একটি মাদক থেকে মুক্তি কেন্দ্র খুলেছিলেন অমৃতপাল ৷ সেখানে মাদকাসক্তদের এনে রিহ্যাবের নামে মগজ ধোলাই করা হত ৷ দুবাই থেকে ফিরে এসে তিনি এই কাজ শুরু করেছিলেন ৷
পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর নির্দেশ মতোই তিনি এই কাজ শুরু করেছিলেন ৷ একই সঙ্গে সেনা থেকে অবসর নেওয়া এমন জওয়ানদের সন্ধানও তিনি চালিয়েছিলেন, যাঁদের খারাপ ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে ৷ ওই প্রাক্তন সেনা জওয়ানদের দিয়ে আগ্নেয়াস্ত্র পরিচালনার পরিকল্পনা করেছিলেন অমৃতপাল সিং ৷ তাছাড়া প্রাক্তন সেনা জওয়ানদের অস্ত্রের লাইসেন্স থাকে ৷ সেটাকেও ব্যবহার করার ছক অমৃতপাল কষেন বলে পুলিশের দাবি ৷
এমন দু’জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে পুলিশ চিহ্নিত করেছে ৷ একজনের নাম বারিন্দর সিং ৷ দ্বিতীয়জন হলেন তালবিন্দর সিং ৷ এই দুজনই মূলত অমৃতপালের তরুণ ব্রিগেডকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে পুলিশের দাবি ৷ দু’জনের আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বারিন্দরকে গ্রেফতার করা হয়েছে ৷ তালবিন্দরকে খুঁজছে পুলিশ ৷
অভিনেতা ও সমাজকর্মী দীপ সিধুর মৃত্যুর পর ওয়ারিস পঞ্জাব দে-র দায়িত্ব নিয়েছিলেন অমৃতপাল ৷ গত বছর দেশে ফেরার পরপরই তিনি এই দায়িত্ব নেন ৷ সেই সময় তাঁর দু’জন ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন ৷ কিন্তু চলতি বছরের শুরুতে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 16-তে ৷ পুলিশের দাবি, ওই 16 জনের মধ্যে সাতজন তাঁর নেশামুক্তি কেন্দ্রে রিহ্যাবের জন্য এসেছিলেন ৷ তাঁরা প্রত্যেকেই বয়সে তরুণ ৷ তাই পুলিশ মনে করছে রিহ্য়াবের মাঝেই ওই তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷
কয়েক সপ্তাহ আগে অমৃতসরের কাছের অজনালা পুলিশ স্টেশন থেকে এক সহযোগীকে ছাড়ানোর চেষ্টা করেছিল অমৃতপালের অনুগামীরা ৷ তার পরই তদন্তে নেমে তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই থেকে পলাতক অমৃতপাল ৷ পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যে খালিস্তানিরা ফের সক্রিয় বলে মনে করা হচ্ছে ৷ অমৃতপালকে তাই দ্রুত গ্রেফতার করে এই খালিস্তানপন্থীদের নিষ্ক্রিয় করতে চাইছে পুলিশ ৷
আরও পড়ুন:অমৃতপালের 'লুক চেঞ্জ' ছবি প্রকাশ পঞ্জাব পুলিশের, উদ্ধার ব্যবহৃত গাড়ি