ছিন্দওয়াড়া (মধ্যপ্রদেশ), 6 নভেম্বর: এই খবরটি পড়লে মনুষ্য ডাকাতদের কথা ভুলে যাবেন ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পুলিশ বিভিন্ন আন্ডারগ্রাউন্ড চোরদের সঙ্গে মোকাবিলা করছে ৷ 60 বোতল বাজেয়াপ্ত করা মদ খেয়ে ফেলেছে ইঁদুরে ৷ এমনই আশ্চর্য অভিযোগ পুলিশের ৷ এর চেয়েও আকর্ষণীয় বিষয় হল এই 60 বোতল বাজেয়াপ্ত হওয়া মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পেশ করার কথা ছিল ৷
বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে ইঁদুররা খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছে পুলিশকে ৷ এই ঘটনায় ফাঁদ পেতে পুলিশ একটি ইঁদুরকে 'গ্রেফতার' করতে পেরেছে ৷ বাকিরা পলাতক ৷ জানা গিয়েছে, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হওয়া অন্যান্য জিনিসের সঙ্গে এই অবৈধ মদের 60টি বোতলও থানার গুদামে রাখা হয়েছিল যাতে তা সময় মতো আদালতে পেশ করা যায় ৷ তবে গুদামে রাখা প্রায় 60 বোতল দেশি মদে চুমুক দিয়েছে ইঁদুরের দল ৷ আতঙ্কে ফাঁদ পেতেছে পুলিশ ৷ তবে একটিকে ধরতে পারলেও বাকিরা ক্রমাগত জিনিস চুরি করে উৎপাত করছে ৷ পুলিশ বলছে, ইঁদুররা শুধু মদের বোতলই নষ্ট করেনি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে দিয়েছে ৷ এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পুলিশ ৷