পানিপথ, 27 মার্চ: বলিউডের ডলি কি ডোলি ফিল্মের কথা মনে পড়ে ? ঠগ মহিলার চরিত্রে অভিনয় করা সোনম কাপুরের কাজই ছিল বিভিন্ন ধনী পাত্রের সঙ্গে বিয়ে করা এবং বিয়ের রাতে বরের টাকা-পয়সা, গয়নাগাটি নিয়ে চম্পট দেওয়া ৷ এ বার সেই রিলের গল্পই রিয়েল লাইফে ৷ পানিপথে (fraud bride in panipat) এক প্রতারক কনেকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ ৷ ধৃত কন্যা সাতজনকে বিয়ে করে ঠকিয়েছে (Bride arrested for cheating 7 grooms) ৷
সেই কনের কাছে প্রতারিত চার নম্বর বর পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তবে তার কাজ চালিয়ে যাচ্ছিল সেই কন্যে ৷ এই চক্র বিভিন্ন গ্রামে গিয়ে বিয়ের নামে মানুষজনকে ঠকাতো ৷ বিয়ের রাতে বরকে মাদকজাত কিছু খাইয়ে টাকা-পয়সা, গয়নাগাটি নিয়ে পালাত কনে (bride absconding with cash)৷ পুলিশি তদন্তে দেখা গিয়েছে যে, এ ভাবে 7 জনকে বিয়ে (women cheated seven people in panipat) করেছে সেই প্রতারক ৷
পুলিশ (haryana police busted fraud bride) জানিয়েছে, এটা একটা বড় চক্র ৷ প্রতারক কনে অঞ্জু (নাম পরিবর্তিত) ছাড়াও চক্রের অন্যান্য সদস্যরা হল বিয়ের এজেন্ট হিসেবে থাকা বিজেন্দ্র সিং, বালা, গৌরব, নরেশ ও সুরেশ ৷ 13 মার্চ তৃতীয় স্বামী যিনি প্রতারিত হয়েছেন, তিনি যাবতীয় বিয়ের নথি নিয়ে চতুর্থ স্বামীর কাছে পৌঁছন ৷ ততদিনে পঞ্চম এক ব্যক্তিকেও ঠকিয়ে বিয়ে করে ফেলেছে অঞ্জু ৷ শনিবার তার সপ্তম বিয়ের কথা সামনে আসে ৷ জানা গিয়েছে, অবিবাহিত বা ডিভোর্সি পুরুষদের টার্গেট করত প্রতারক কনে ৷