পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি খুনে গ্রেফতার 2 শুটার-সহ 3 - Rajasthan Rajput leader murder

Sukhdev Singh Gogamedi Murder Case: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি খুন হয়েছেন গত মঙ্গলবার ৷ আজ রবিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
করণি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি খুনে গ্রেফতার দুই দুষ্কৃতী

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 8:39 AM IST

Updated : Dec 10, 2023, 9:40 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর:সুখদেব সিং গোগামেডি হত্যায় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুই শুটার ৷ শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতির খুনের ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ধৃত দুই শুটারের নাম রোহিত রাঠোর এবং নীতিন ফৌজি ৷ রোহিত রাজস্থানেরই বাসিন্দা আর নীতিন হরিয়ানার মহেন্দ্রগড়ের ৷ রবিবার সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ এর আগে শনিবারই গোগামেডি খুনে জড়িত থাকার অভিযোগে রামবীর জাটকে গ্রেফতার করে পুলিশ ৷ সে শুটারদের ভাড়া করেছিল বলে অভিযোগ ৷ রামবীর গোগামেডি খুনে অন্যতম ষড়যন্ত্রকারী ৷

দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে চণ্ডীগড়ের সেক্টর 22 থেকে রোহিত রাঠোর এবং নীতিন ফৌজিকে ধরে পুলিশ ৷ সেই সময় তাদের সঙ্গে ছিল আরেক অভিযুক্ত উধম সিং ৷ তাকেও গ্রেফতার করা হয়েছে ৷ দু'জন শুটার-সহ তিনজনকে জয়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ জয়পুর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে ৷

5 ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি ৷ তিনি সেই সময় নিজের বাড়িতে বসার ঘরেই ছিলেন ৷ ওই ঘটনার সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যায়, আততায়ীরা গোগামেডিকে ঘিরে বসেছিল ৷ হঠাৎ তারা পিস্তল বের করে ৷ রাজপুত করণি সেনার প্রধান গোগামেডি এবং তাঁর নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷

পরে সোশাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী রোহিত গোদারা ৷ সে গ্যাংস্টার গোল্ডি ব্রারেরও ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ সোশাল মিডিয়ায় সে জানায়, রাজপুত করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি তার প্রতিপক্ষকে সাহায্য করছিলেন ৷ তাই তাঁকে রোহিতের দলের লোকেরাই খুন করেছে ৷

এই ঘটনার তদন্তে 11 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজস্থান পুলিশ ৷ তদন্তে নেমে দু’জন আততায়ী রোহিত রাঠোর এবং নীতিন ফৌজি-কে চিহ্নিত করেছিল পুলিশ ৷ এমনকী তাদের খোঁজ দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছিল ৷ সুখদেব সিং গোগামেডি শ্রী রাজপুত করণি সেনার সদস্য ছিলেন ৷ তবে এই সংগঠনের প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভির সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয় ৷ পরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় ৷ এরপর 2015 সালে গোগামেডি শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রতিষ্ঠা করেন ৷

আরও পড়ুন:

  1. করণি সেনার সভাপতি খুনে দুই অভিযুক্ত চিহ্নিত, একজন সেনাকর্মী বলে দাবি রাজস্থান পুলিশের
  2. বাড়িতে ঢুকে হত্যা, জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান
  3. করণি সেনার সভাপতি খুনে সাসপেন্ড দুই পুলিশ অফিসার
Last Updated : Dec 10, 2023, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details