নয়াদিল্লি, 10 ডিসেম্বর:সুখদেব সিং গোগামেডি হত্যায় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুই শুটার ৷ শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতির খুনের ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ধৃত দুই শুটারের নাম রোহিত রাঠোর এবং নীতিন ফৌজি ৷ রোহিত রাজস্থানেরই বাসিন্দা আর নীতিন হরিয়ানার মহেন্দ্রগড়ের ৷ রবিবার সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ এর আগে শনিবারই গোগামেডি খুনে জড়িত থাকার অভিযোগে রামবীর জাটকে গ্রেফতার করে পুলিশ ৷ সে শুটারদের ভাড়া করেছিল বলে অভিযোগ ৷ রামবীর গোগামেডি খুনে অন্যতম ষড়যন্ত্রকারী ৷
দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে চণ্ডীগড়ের সেক্টর 22 থেকে রোহিত রাঠোর এবং নীতিন ফৌজিকে ধরে পুলিশ ৷ সেই সময় তাদের সঙ্গে ছিল আরেক অভিযুক্ত উধম সিং ৷ তাকেও গ্রেফতার করা হয়েছে ৷ দু'জন শুটার-সহ তিনজনকে জয়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ জয়পুর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে ৷
5 ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি ৷ তিনি সেই সময় নিজের বাড়িতে বসার ঘরেই ছিলেন ৷ ওই ঘটনার সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যায়, আততায়ীরা গোগামেডিকে ঘিরে বসেছিল ৷ হঠাৎ তারা পিস্তল বের করে ৷ রাজপুত করণি সেনার প্রধান গোগামেডি এবং তাঁর নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷