পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indore Building Fire Incident : প্রেমে প্রত্যাখ্যান, প্রতিশোধ নিতে বাড়িতে আগুন যুবকের; ইন্দোরে পুড়ে মৃত 7 - Indore Building Fire Incident

মধ্যপ্রদেশের ইন্দোরের স্বর্ণবাগ কলোনির একটি বাড়িতে আগুন লেগে 7 জনের মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrests One in the Building Fire Incident of Swarnbagh Colony in Indore) ৷ অভিযোগ ওই যুবক প্রেমে প্রত্যাখাত হয়ে প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন ৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে (Indore Building Fire Incident Update) ৷

Indore Fire Incident
ইন্দোরে বাড়িতে অগ্নিকাণ্ডে গ্রেফতার 1

By

Published : May 8, 2022, 10:10 AM IST

Updated : May 8, 2022, 11:42 AM IST

ইন্দোর (মধ্যপ্রদেশ), 8 মে : ইন্দোরের স্বর্ণবাগে দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের মূলে একতরফা প্রেম (Indore Building Fire Incident Update) ৷ যে ঘটনায় পুড়ে 7 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে (Police Arrests One in the Building Fire Incident of Swarnbagh Colony in Indore) ৷ পুলিশ জানিয়েছে, প্রেমিকার উপর প্রতিশোধ নিতে তাঁর স্কুটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন সঞ্জয় ৷ সেই আগুন দোতলা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সাত জনের মৃত্যু হয় ৷ ওই বাড়ির আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন যুবকের হদিশ পায় ইন্দোর পুলিশ ৷ সঞ্জয় নামে ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ইন্দোরের স্বর্ণবাগে অবস্থিত ওই বাড়িতে গত 6 মাস ধরে ভাড়া থাকতেন যুবতী ৷ এলাকার দুই যুবক সঞ্জয় এবং শুভম দীক্ষিতের সঙ্গে তাঁর পরিচয় ছিল ৷ কিন্তু, কয়েকদিন আগে সঞ্জয়ের সঙ্গে মেয়েটির কথা কাটাকাটি হয় বলে জানতে পারে পুলিশ ৷ তার পরেই প্রতিশোধ নিতে শনিবার ভোররাতে বাড়ির নিচে রাখা স্কুটিতে আগুন ধরিয়ে দেয় সঞ্জয় ৷ আর সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং 7 জনের মৃত্যু হয় ৷ এমনকি অনেকে আহতও হয়েছেন ৷

আরও পড়ুন : Fire incident at Asansol : আসানসোলে বহুতল আবাসনে আগুন

ঘটনার পরে, ইন্দোর পুলিশ এলাকার বিভিন্ন বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ সেই ফুটেজগুলি পুলিশ খতিয়ে দেখে ৷ তারই মধ্যে একটি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি থেকে পেট্রল বের করে স্কুটিতে আগুন ধরাচ্ছেন এক যুবক ৷ সেই সিসিটিভি ফুটেজ থেকেই যুবককে চিহ্নিত করা হয় ৷ এর পর শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সঞ্জয়কে আটক করে জেরা করতেই পুরো ঘটনা সামনে আসে পুলিশের ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Last Updated : May 8, 2022, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details