পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Thief Arrested after 33 years: তিন দশক পর বাড়ি থেকেই গ্রেফতার পলাতক চোর - বাড়ি থেকেই চোরকে গ্রেফতার করল পুলিশ

After 33 Years Thief Arrested from Own House: তিন দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি ৷ অবশেষে পুলিশের জালে ৷ 33 বছর পর নিজের বাড়ি থেকেই চোরকে গ্রেফতার করল পুলিশ ।

After 33 Years Thief Arrested from Own House
চোর

By

Published : Jul 24, 2023, 10:35 PM IST

বক্সার, 24 জুলাই:যেন চোর পুলিশের খেলা !1990 সাল থেকে পলাতক চোর ৷ 33 বছর পর তার নিজের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার ডুমরাও মহকুমার অন্তর্গত কৃষ্ণব্রহ্মা থানা এলাকায় ৷ কৃষ্ণব্রহ্ম থানার পুলিশ আধিকারিক সন্তোষ কুমার বলেন,"1990 সালে ওই ব্যক্তি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটায় ৷ তারপর থেকেই সে পলাতক ছিল । 33 বছর পর তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে । আজ আদালতে পেশ করা হয় ৷"

33 বছর পর পুলিশের হাতে ধরা পড়ল চোর:জানা গিয়েছে, উদিয়ানগঞ্জের কৃষ্ণব্রহ্ম থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির ঘটনার অভিযোগ রয়েছে। 1990 সাল থেকে পলাতক ছিলেন । আদালত তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল এবং পুলিশ তাকে খুঁজছিল । কিন্তু সব সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে ।

এসপি-র নির্দেশের পর চোর ধরতে তৎপর পুলিশ: অন্যদিকে এসপি মনীশ কুমার কয়েকদিন আগে একটি বৈঠকে কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, রেড কর্নার নোটিশে থাকা অপরাধীদের ধরে কারাগারের পিছনে পাঠাতে হবে । এরপরেই পলাতক অভিযুক্তদের ধরতে তৎপর হয়ে ওঠে থানার ওসি সন্তোষ কুমার ৷ ওই 33 বছর ধরে পলাতক চোরকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ । সে বাড়িতেই লুকিয়ে ছিলেন ৷ এমতাবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

আরও পড়ুন:স্ত্রী ও ভাইপোকে গুলি করে আত্মঘাতী পুলিশ কর্তা, কারণ নিয়ে সংশয়

জানা গিয়েছে, ওই চোরের সঙ্গে সঙ্গে একই থানা এলাকা থেকে জিতেন্দ্র রাম নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যার বিরুদ্ধে খুনের মামলা দায়ের রয়েছে । সেও দীর্ঘদিন পলাতক ছিলেন । এ ব্যাপারে কৃষ্ণ ব্রাহ্ম থানার আধিকারিক সন্তোষ কুমার জানান, চুরির ঘটনায় দীর্ঘদিন ধরে ওই অভিযুক্তের খোঁজ চলছিল । পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি । অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details