পাটনা,25 ডিসেম্বর: আইনের ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার প্রবীণ আইনজীবী । পাটনার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে (Senior Lawyer Arrested Over Molestation Charges) । নিরঞ্জন সিং নামে ওই আইনজীবী দীর্ঘদিন ধরে পাটনা হাইকোর্টে প্র্যাকটিস করেন বলে জানা গিয়েছে । আর সেই কারণেই শিক্ষানবিশ পড়ুয়ারা তাঁর থেকে কাজ শেখার ব্যাপারে আগ্রহ দেখান । সেভাবেই নির্যাতিতা ওই আইনজীবীর কাছে হাতেকলমে কাজ শিখতেন । আর এবার সেখানেই গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে ।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে । নির্যাতিতার দাবি, সকাল সাড়ে দশটা নাগাদ ওই আইনজীবী ফোন করে তাঁকে নিজের ফ্ল্যাটে আসতে বলেন । সেই মতো সেখানে পৌঁছে যান তরুণী । অল্প সময়ের মধ্যেই আইনজীবীর আচরণে অস্বস্তি হতে থাকে । শান্তিনগর পুলিশ স্টেশনে দায়ের করা অভিযোগে তিনি জানান, ফ্ল্যাটে পৌঁছনোর খানিকক্ষণ পর থেকেই প্রবীণ আইনজীবী তাঁর সঙ্গে নানা ধরনের অশ্লীল আচরণ করতে শুরু করেন । বিপদ বুঝে কোনওরকমে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন তরুণী ।