পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Senior Lawyer Accused of Molestation: আইনের ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার প্রবীণ আইনজীবী - Written Complaint Has Been Filed in

আইনি পড়ুয়ার শ্লীলতাহানীর অভিযোগ উঠল খোদ আইনজীবীর বিরুদ্ধে । পাটনার এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে । নির্যাতিতার দাবি, কাজের অছিলায় বাড়িতে ডেকে শ্লীলতাহানী করেছেন আইনজীবী । তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন আইনজীবী (Senior Lawyer Arrested Over Molestation Charges ) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 25, 2022, 7:52 AM IST

পাটনা,25 ডিসেম্বর: আইনের ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার প্রবীণ আইনজীবী । পাটনার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে (Senior Lawyer Arrested Over Molestation Charges) । নিরঞ্জন সিং নামে ওই আইনজীবী দীর্ঘদিন ধরে পাটনা হাইকোর্টে প্র্যাকটিস করেন বলে জানা গিয়েছে । আর সেই কারণেই শিক্ষানবিশ পড়ুয়ারা তাঁর থেকে কাজ শেখার ব্যাপারে আগ্রহ দেখান । সেভাবেই নির্যাতিতা ওই আইনজীবীর কাছে হাতেকলমে কাজ শিখতেন । আর এবার সেখানেই গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে ।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে । নির্যাতিতার দাবি, সকাল সাড়ে দশটা নাগাদ ওই আইনজীবী ফোন করে তাঁকে নিজের ফ্ল্যাটে আসতে বলেন । সেই মতো সেখানে পৌঁছে যান তরুণী । অল্প সময়ের মধ্যেই আইনজীবীর আচরণে অস্বস্তি হতে থাকে । শান্তিনগর পুলিশ স্টেশনে দায়ের করা অভিযোগে তিনি জানান, ফ্ল্যাটে পৌঁছনোর খানিকক্ষণ পর থেকেই প্রবীণ আইনজীবী তাঁর সঙ্গে নানা ধরনের অশ্লীল আচরণ করতে শুরু করেন । বিপদ বুঝে কোনওরকমে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন তরুণী ।

এক মুহূর্ত সময় নষ্ট না করে একে একে পরিবার এবং কলেজ কর্তৃপক্ষকে ফোন করে সমস্যার কথা জানান । তাঁদের পরামর্শে শান্তিনগর থানায় গিয়ে নিরঞ্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন (Written Complaint Has Been Filed in Shantinagar Police Station ) । এরপরই ওই প্রবীণ আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ । নিজের বয়ানে ছাত্রী তদন্তকারীদের জানিয়েছেন, 25 দিন ধরে আইনজীবীর কাছে কাজ শিখতে যান তিনি । সেভাবেই এদিন আইনজীবীর ফ্ল্যাটে যান তিনি । কিন্তু সেখানে যাওয়ার কয়েক মুহূর্ত পর থেকেই আইনজীবী সন্দেহজনক আচরণ করতে থাকেন । এরপরই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান ছাত্রী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আইনজীবীকে জেরার পাশাপাশি আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে । ছাত্রীর সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:ফাঁড়ির সামনেই পুলিশ কর্মীকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা

ABOUT THE AUTHOR

...view details