মুজফ্ফরনগর, 21 অগস্ট: দলিত যুবককে হাওয়াই চটি দিয়ে মারার (Dalit Man Beaten With Slippers) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরে (Muzaffarnagar) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই গ্রামেরই প্রধান ৷ যখন ওই দলিত যুবককে মারা হয়, তখন সেখানেই উপস্থিত কেউ একজন মোবাইলে ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করে নেন ৷ পরে সেই ভিডিয়ো আপলোড করা হয় সোশাল মিডিয়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয় সেটি ৷ এরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
সূত্রের খবর, যে যুবক হেনস্থার শিকার হন, তাঁর নাম দীনেশ কুমার (Dinesh Kumar) ৷ বয়স 27 বছর ৷ তিনি তাজপুর গ্রামের বাসিন্দা ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাড়ির বারান্দায় বসে রয়েছেন কয়েকজন ৷ সেখানেই দীনেশকে ডাকা হয় ৷ প্রথমে তাঁকে সিমেন্টের মেঝেয় বসতে বলা হয় ৷ তারপর তিনি সেখানে মাথা হেঁট করে বসতেই সামনে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি দীনেশকে প্রথমে চড়, থাপ্পড় মারেন ৷ তারপর নিজের পায়ের হাওয়াই চটি খুলে মারতে শুরু করেন ৷ এরপর আর এক ব্যক্তি উঠে আসেন ৷ তিনি প্রথমজনকে থামালেও নিজে দীনেশকে কয়েকবার থাপ্পড় মারেন ! এরপর দীনেশ সেখান থেকে মাথা নিচু করেই বেরিয়ে যান ৷
আরও পড়ুন:ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস