জঞ্জির-চম্পা (ছত্তিশগড়), 4 ফেব্রুয়ারি: ভাইরাল ভিডিয়ো দেখে খুনে অভিযুক্তদের সনাক্ত করে তাঁদের পাকড়াও করল পুলিশ (Viral Video of Murder) ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের (Chhattisgarh) জঞ্জির-চম্পা (Janjgir-Champa) এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনাটি ঘটে ৷ নিহত ব্যক্তির নাম খোলবাহরা সাহু ৷ তিনি আদতে তনোদের বাসিন্দা হলেও বেশ কিছুদিন ধরে বিলাসপুরে থাকছিলেন ৷ তাঁকে যাঁরা খুন করেছেন বলে অভিযোগ, তাঁরা হলেন উত্তম প্রসাদ সাহু এবং সন্তোষ সাহু ৷ এই দু'জন সম্পর্কে খোলবাহরা সাহুর ভাইপো ৷
পুলিশ সুপার অনিল সোনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি জমি নিয়ে এই পরিবারের সদস্যদের মধ্যে শরিকি বিবাদ চলছিল ৷ গত বৃহস্পতিবার খোলবাহরা সেই জমি মাপজোকের কাজ সারতে তনোদে আসেন ৷ সেখানেই দুই ভাইপোর সঙ্গে বচসা শুরু হয় তাঁর ৷ অভিযোগ, কাকাকে বেধড়ক মারধর করেন তাঁর দুই ভাইপো উত্তম ও সন্তোষ ৷ তাঁরা খোলবাহরাকে টেনে, হিঁচড়ে প্রায় 60-70 মিটার দূরে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে নিয়ে যান ৷ সেখানেই তাঁকে মাটিতে ফেলে পাথর দিয়ে থেঁতলে মারা হয় !