হাভেরি (কর্ণাটক), 26 ফেব্রুয়ারি:অনলাইন গেমের খরচ সামলাতে গিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা চুরি (Siphoning Money to play Online Game) ! পুলিশের দাবি, এমনই কাণ্ড ঘটিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের এক অ্যাসিসট্যান্ট ম্যানেজার ! ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে (Police Arrest Assistant Bank Manager) ৷ ঘটনাস্থল, দক্ষিণী রাজ্য কর্ণাটকের (Karnataka) হাভেরি (Haveri) ৷ অভিযুক্ত ব্যক্তির নাম বীরেশ কাশীমঠ ৷ তাঁর বিরুদ্ধে সম্প্রতি হাভেরি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগটি দায়ের করেছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ৷ গ্রেফতারের পর বীরেশকে স্থানীয় আদালতে পেশ করা হয় ৷ আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফজাতে পাঠানোর নির্দেশ দেয় ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনলাইন গেমের প্রতি তীব্র আসক্তি রয়েছে বীরেশের ৷ এমনকী, গেম খেলার নেশায় যে লক্ষ লক্ষ টাকা উড়ে যাচ্ছে, তারও তোয়াক্কা করেননি তিনি ৷ কিন্তু, তাঁর নিজের পকেটে গেম খেলার বিপুল খরচ চালানোর মতো টাকা ছিল না ৷ এই অবস্থায় গোপনে ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ সরাতে শুরু করেন বীরেশ ৷ তবে, সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকা 'ট্রান্সফার' করেননি তিনি ৷ বদলে পরিচিত এক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা 'ট্রান্সফার' করে দেন ৷ পরে সেই অ্যাকাউন্ট থেকেই নিজের ইচ্ছা মতো চুরির টাকা খরচ করতে থাকেন ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গোটা ঘটনাটি ঘটানো হয় 2022 সালের অগাস্ট মাস থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ৷