বর্ধমান, 23 নভেম্বর : কলকাতা ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলকে খুনের ঘটনায় (Kolkata Businessman Murder) দ্রুত বাকিদের গ্রেফতার করে চার্জসিট পেশ করার চেষ্টা করছে পুলিশ (Police are trying to file a Chargesheet) । জানা গিয়েছে, সবাইকে গ্রেফতার করা হলেই পুলিশ আদালতে চার্জশিট পেশ করতে পারবে । অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে না পারলে অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে । ইতিমধ্যেই যা ভাবাতে শুরু করেছে রায়না থানার পুলিশকে ।
সব্যসাচী মণ্ডল খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে । এরমধ্যে মূল অভিযুক্ত সোমনাথ মণ্ডল আদালতে আত্মসমর্পণ করে । যার জেরে কিছুটা স্বস্তি পায় জেলা পুলিশ । সোমনাথের কাছ থেকে বেশ কিছু তথ্য হাতে এসেছে পুলিশের । এবার যাদের সুপারি দেওয়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম মেহতাব ও সাহেবের সঙ্গে সোমনাথকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সব্যসাচীর কাকার ছেলে সোমনাথের কাছ থেকে জাম্বো নামের সুপারি কিলার তিন লক্ষ টাকা নিয়েছিল । জাম্বোকে সঙ্গে নিয়ে তার নারকেলডাঙার বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও কয়েকজনের নাম জানতে পেরেছে।