পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Rail Crime: মুম্বইয়ের দাদর স্টেশনে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেফতার যুবক

মুম্বইয়ের দাদর স্টেশনে ভয়াবহ ঘটনা ঘটল ৷ এক তরুণী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ এর সঙ্গে ওই তরুণীর ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে যুবক ৷ তা রুখতেই তরুণীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে ৷

By

Published : Aug 8, 2023, 12:10 PM IST

ETV Bharat
মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা মারল যুবক

মুম্বই, 8 অগস্ট: তরুণীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত মনোজ চৌধুরী ৷ রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদর স্টেশনে ৷ রাত আনুমানিক 9টা নাগাদ চলন্ত উদয়ন এক্সপ্রেস থেকে এক তরুণীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মহিলা যাত্রীটি গুরুতর জখম হয়েছেন ৷

সূত্রের খবর , 6 অগস্ট বিকেল 4টে নাগাদ ওই তরুণী পুনে স্টেশন থেকে আসছিলেন ৷ তিনি বেঙ্গালুরু-মুম্বই সিএসএমটি উদয়ন এক্সপ্রেসের মহিলা কামরায় উঠেছিলেন ৷ সাড়ে 8টা নাগাদ এক্সপ্রেস ট্রেনটি দাদর স্টেশনে আসে ৷ সেখানে ওই মহিলা কামরাটি থেকে বহু মহিলা যাত্রীরাই দাদর স্টেশনে নেমে যান ৷

এরপর ট্রেনটি দাদর স্টেশন ছেড়ে সদ্য যাত্রা শুরু করেছে ৷ এমন সময় এক যুবক ওই অসংরক্ষি মহিলা কামরায় ওঠে ৷ অভিযোগ, সে তরুণীকে শারীরিকভাবে হেনস্থা করে ৷ পাশাপাশি তরুণীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করতে থাকে ৷ এই সময় ওই তরুণী তাকে বাধা দেয় ৷ সেই রাগে ওই মহিলা যাত্রীকে চলন্ত ট্রেনের দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় ওই যুবক ৷ তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷

জিআরপি জানিয়েছে, ওই নির্যাতিতা তরুণী সোমবার রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআর দায়েরের আগেই পুলিশ ওই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথাবর্তা বলে পুলিশ ৷ তারপরই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত মনোজ চৌধুরী (32) ৷ মুম্বইয়ে ট্রেনে কোনও মহিলাকে নির্যাতনের ঘটনা এ নিয়ে তৃতীয় ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানি, বরেলিতে গ্রেফতার জিআরপি-র কনস্টেবল

দাদর রেলওয়ে পুলিশ স্টেশনে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় রেল আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ দাদর রেলওয়ে পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর স্মিতা ধাকন এই ঘটনার তদন্ত করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details