পুরী, 5 সেপ্টেম্বর:লাল পিঁপড়ের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের ৷ গত দু মাস ধরে ডেয়ো পিঁপড়ের বাড়-বাড়ন্তে বাড়ি ছেড়ে পালাবার উপক্রম ৷ পিঁপড়ের কামড়ে ত্বকের সমস্যা দেখা দিয়েছে ঘরে ঘরে (Red Ants Invade Village)৷ এলাকায় ত্রাস ডেকে এনেছে এই পিঁপড়ের দল (Odisha village)৷
ওডিশার পিপলি ব্লকের ব্রহ্মাণশাহী গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এত বড় আকারের লাল পিঁপড়ে এত বিপুল সংখ্যায় এর আগে তাঁরা কখনও দেখেননি ৷ আশপাশের খাল থেকে এসে বাড়ি বাড়ি হানা দিয়েছে ডেয়ো লাল পিঁপড়ের দল ৷ গ্রামবাসী স্নেহলতা দাস জানালেন, "গত 8-9 মাস ধরে লাল পিঁপড়ের দলকে এখানে দেখা যাচ্ছে ৷ প্রচুর পরিমাণে পিঁপড়ে আসছে ৷ ওদের কামড়ে অনেকেরই ত্বকের সমস্যা দেখা দিয়েছে ৷" চন্দ্রদেইপুরের সরপঞ্চ বিষয়টি জানিয়েছেন পিপলির বিডিওকে ৷ পিঁপড়ের সমস্যা মেটাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷