বেলাগাভি (কর্ণাটক), 14 জানুয়ারি: কর্ণাটকের বেলাগাভি জেলায় ময়ূর শিকার করে পুলিশের জালে অভিযুক্ত ৷ জেলার চিক্কোডি তালুকের মানজারি গ্রামে মাংস খাওয়ার লোভে 8টি ময়ূর শিকার করে তিনজন ৷ এই খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনায় তিনজন জড়িত হলেও এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ৷ পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে পুলিশের তরফে ৷
মানজারি গ্রামের বাসিন্দাদের মতে, তারা ময়ূর শিকারীদের ধরতে গেলে অভিযুক্তরা পাশেই থাকা কৃষ্ণা নদী সাঁতরে ওপারে গিয়ে বাইক নিয়ে চম্পট দেয় । স্থানীয়রা এও জানান, ময়ূর মারার খবর পেয়েই বন দফতরকে খবর দেন তাঁরা। চিক্কোডি রেঞ্জ ফরেস্ট অফিসার প্রশান্ত গুরানি ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীর কাছ থেকে সমস্ত ঘটনাটি জানেন। পরে মৃত ময়ূরগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অলন্দ তালুকের ঝালকি গ্রামের অভিযুক্ত মঞ্জুনাথ বেষ্ণু পাওয়ারকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷
বনাধিকারিক প্রশান্ত গুয়ারানি এবিষয়ে ইটিভি ভারতকে জানিয়েছেন, মোট 8টি ময়ূর মারা গিয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু'জন পলাতক রয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে ৷ উল্লেখ্য, 2022 সালের মার্চ মাসে বঙ্গের শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় চিতাবাঘ মেরে রান্না করে খাওয়ার অভিযোগে 4জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে চিতাবাঘের চামড়া ও নখ পাচারের চেষ্টারও অভিযোগ উঠেছিল। তদন্তে জানা গিয়েছিল, কোনও এক দালালের মাধ্যমে ওই চামড়া ও নখ তারা চড়া দামে নেপালে বিক্রির চেষ্টা চালাচ্ছিল। চিতাবাঘ মেরে মাংস রান্না করে খাওয়ার ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পড়েই বন দফতর পদক্ষেপ করে ৷
আরও পড়ুন:
- শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা
- পাখি বাঁচাতে ও পরিবেশ রক্ষায় শব্দহীন দীপাবলিই রীতি তামিলনাড়ুর বহু গ্রামে
- দেখা নেই কৃষক-বন্ধু নীলকণ্ঠ পাখির, চাষের জমিতে পোকার দাপটে চিন্তায় চাষিরা