পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rhino Killed in Kaziranga National Park: ফের গণ্ডার হত্যা কাজিরাঙা জাতীয় উদ্যানে, শিং কেটে পাচার

কয়েক বছরের মধ্যে এই প্রথম কাজিরাঙা জাতীয় উদ্যানে গণ্ডার হত্যার খবর সামনে এল ৷ শিং কেটে পাচারের উদ্দেশে গণ্ডারটি মারা হয়েছে বলে সন্দেহ বনকর্মীদের (Rhino Killed in Kaziranga National Park) ৷

Rhino Killed in Kaziranga National Park
কাজিরাঙা জাতীয় উদ্যান

By

Published : Mar 27, 2023, 1:20 PM IST

কাজিরাঙা, 27 মার্চ:কাজিরাঙা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) মৃত অবস্থায় উদ্ধার গণ্ডার ৷ রবিবার বনকর্মীরা জাতীয় উদ্যানের বাগারি রেঞ্জের অন্তর্গত কাঠপাড়া ফরেস্ট ক্যাম্পের বারমা বিলে গণ্ডারটিকে দেখতে পান । শিংবিহীন গণ্ডারটি জলাভূমির কাছ থেকে উদ্ধার হয় । বনকর্মীদের সন্দেহ চোরাশিকারি গণ্ডারটিকে মেরেছে ৷ শিং পাচারের উদ্দেশে গণ্ডারটিকে হত্যা করা হয়েছে ৷ কারণ উদ্ধারের সময় গণ্ডারটির শিং ছিল না। সেটি কেটে ফেলা হয়েছে । 4 থেকে 5 দিন আগে গণ্ডারটিকে হত্যা করা হয়েছে বলেও বনকর্মীদের সন্দেহ ।

কাজিরাঙা জাতীয় উদ্যানে বাগারি রেঞ্জে গণ্ডার শিকারের ঘটনা গত কয়েক বছরের মধ্যে ঘটেনি বলে জানান, জেলা বন আধিকারিক রমেশ কুমার গগোই । গত বছরের সরকারি নথি অনুযায়ী, অসমে কোনও চোরাশিকারের ঘটনা ঘটেনি । কিন্তু এ বছর প্রথম চোরাশিকারের ঘটনা নথিভুক্ত হল কাজিরাঙা জাতীয় উদ্যানের বাগরি রেঞ্জে ।

সূত্রের খবর, 2000 থেকে 2021 সাল পর্যন্ত অসমে শিংয়ের জন্য কমপক্ষে 190টি গণ্ডার মারা হয়েছিল । 2022 সালে অসম সরকার রাজ্যের বিভিন্ন কোষাগারে সংরক্ষিত সমস্ত গণ্ডারের শিং পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় । বোকাখাতে হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) সরকার শিং জ্বালিয়ে ঘোষণা করেছিলেন, মানুষ মনে করতেন, গণ্ডারের শিং সবচেয়ে মূল্যবান ৷ কিন্তু বাস্তবে তা নয় । অসম সরকার এবং বন বিভাগ শিকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ৷ যার ফলে অসমে 2022 সালে কোনও পশু শিকার হয়নি বলে দাবি সরকারের।

তবে 2022 সালে শূন্য গণ্ডার শিকারের রেকর্ডের পরেই এবছর প্রথম অসমে গণ্ডার শিকারের ঘটনা সামনে এল । প্রসঙ্গত, অসম তার শিংওয়ালা গণ্ডারের জন্য বিখ্যাত । বিশেষ করে কাজিরাঙা জাতীয় উদ্যানের এক শিং গণ্ডারের বৃহত্তম বসতি হিসেবে পরিচিত। কিন্তু একইভাবে রাজ্যটি বহু দশক ধরে গণ্ডার শিকারের মতো সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছে ।

আরও পড়ুন:অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং

ABOUT THE AUTHOR

...view details