পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেহুল চোক্সি প্রত্যপর্ণ মামলা, ডমিনিকায় 8 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল - পঞ্জাব ন্য়াশনাল ব্য়াঙ্ক

মেহুল চোক্সির প্রত্যপর্ণ মামলার শুনানিতে যোগ দিতে ডমিনিকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ যে দলে সিবিআই, ইডি, বিদেশমন্ত্রকের প্রতিনিধি ছাড়াও সিআরপিএফ’র দু’জন কমান্ডো রয়েছেন বলে জানা গিয়েছে ৷

pnb mehul-choksi-case-8-member-india-team-in-dominica
মেহুল চোক্সি প্রত্যপর্ণ মামলা, ডমিনিকায় 8 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল

By

Published : Jun 1, 2021, 5:05 PM IST

নয়াদিল্লি, 1 জুন : ডমিনিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং বিদেশমন্ত্রকের 8 প্রতিনিধি দল ৷ সূত্রের খবর, পিএনবি (PNB) ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সির (Mehul Choksi) প্রত্যপর্ণ মামলার পরবর্তী শুনানিতে অংশ নিতে ওই প্রতিনিধি দল ডমিনিকা গিয়েছে ৷ গত শনিবার দুপুরে তাঁরা ডমিনিকায় পৌঁছায় বলে জানা গিয়েছে ৷ ভারতীয় সময় শুক্রবার রাতে চাটার্ড বিমানে কাতার হয়ে ডমিনিকা পৌঁছান তাঁরা ৷ সিবিআই, ইডি এবং বিদেশমন্ত্রকের 2 জন করে প্রতিনিধি সেখানে রয়েছেন ৷ বাকি দু’জন সিআরপিএফ কমান্ডো তাঁদের সঙ্গে রয়েছে বলে সূত্রের খবর ৷

আগামিকাল, অর্থাৎ 2 জুন ডমিনিকার আদালতে ভারতে পঞ্জাব ন্য়াশনাল ব্য়াঙ্কের ঋণখেলাপি মামলায় অভিযুক্ত মেহুল চোক্সির প্রত্যপর্ণ নিয়ে শুনানি রয়েছে ৷ সূত্রের খবর, সেই শুনানিতে মেহুল চোক্সিকে দেশে ফেরাতে নিজেদের দলিল পেশ করবেন সিবিআই (CBI), ইডি (ED) এবং বিদেশমন্ত্রকের (MEA) প্রতিনিধিরা ৷ এও জানা গিয়েছে, ওই 8 প্রতিনিধি দলে দুই কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ, সিবিআই এবং ইডি’র মুম্বই জোনের আধিকারিকদের দিল্লিতে তলব করা হয়েছিল ৷ তাঁদের পরবর্তী সময়ে বিশেষ বিমানে ডমিনিকায় পাঠানো হয় ৷

আরও পড়ুন : চোক্সির প্রত্যর্পণ নিয়ে ডমিনিকাকে নথি পাঠিয়েছে ভারত, বললেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী

তবে, সিবিআই ও ইডি’র তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ ঠিক কতজন আধিকারিক ডমিনিকায় গিয়েছে বা তাঁরা কী ধরনের তথ্য সেখানে তুলে ধরবেন বা আসলে কোনও সওয়াল জবাব করবেন কি না, এ নিয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছে দুই কেন্দ্রীয় সংস্থা ৷ তবে, শনিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার প্রধানমন্ত্রী গাস্টন ব্রোউন জানিয়েছিলেন, যে মাল্টি মিলিয়ন ডলার কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোক্সি’র বিরুদ্ধে বেশকিছু তথ্য ভারত থেকে সেদেশে পৌঁছেছে ৷

ABOUT THE AUTHOR

...view details