নয়াদিল্লি, 9 মার্চ:মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের (Ministry of Women and Child Development) তরফে আয়োজিত প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার (Pradhan Mantri Matru Vandana Yojana) অধীনে 2.17 কোটিরও বেশি যোগ্য সুবিধাভোগীদের মধ্যে 9420.58 কোটি টাকা মাতৃত্বকালীন সুবিধার টাকা বিতরণ করা হয়েছে ৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে তালিকাভুক্ত করা হয়েছে সুবিধাভোগীদের ৷ সেই তালিকা মিলিয়ে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে তাদের এই টাকা দেওয়া হয়েছে ৷
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে যোগ্য সুবিধাভোগীরা কোভিড অতিমারীর সময় থেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে ৷ এর মধ্যে 5 হাজার টাকা পর্যন্ত মায়েরা এই সুবিধা পেয়েছে বলে জানা গিয়েছে (PMMVY scheme provide 5000 cash benefit) । যোগ্য সুবিধাভোগীরা সরাসরি তাদের আধার নম্বর লিঙ্ক রয়েছে এরকম ব্যাংক এবং পোস্ট অফিস অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) মোডে নগদ টাকা পান । নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং এই তহবিলের ব্যবহারের ভিত্তিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা হয় । প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার (PMMVY Scheme) অধীনে অনুমোদিত তহবিলে বছর-ভিত্তিক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক, উত্তর-পূর্ব অঞ্চলে এই প্রকল্প ব্যবহারের উপর নির্ভর করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে ।