পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vijay Mallya : ব্যাঙ্কগুলিকে মালিয়ার সম্পত্তি বেচার অনুমতি বিশেষ আদালতের - PMLA

এই অনুমতি দিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আদালত ৷

pmla-court-allowed-banks-to-sell-vijay-mallyas-properties
pmla-court-allowed-banks-to-sell-vijay-mallyas-properties

By

Published : Jun 5, 2021, 3:56 PM IST

Updated : Jun 5, 2021, 4:33 PM IST

নয়া দিল্লি, 5 জুন: ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক বিজনেস টাইকুন বিজয় মালিয়ার (Vijay Mallya) সম্পত্তি বেচার অনুমতি দিল বিশেষ আদালত ৷ এই অনুমতি দিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আদালত ৷

এদিন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) জেনারেল ম্যানেজার মল্লিকার্জুন রাও বলেন, "বকেয়া 5 হাজার 600 কোটি টাকার ঋণ শোধ করতে ব্যাঙ্ককে বিজয় মালিয়ার সম্পত্তি বেচার অনুমতি দিয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আদালত ৷ এই সম্পত্তি আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-এর আওতাভুক্ত ছিল ৷ "

আরও পড়ুন: ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার মালিয়ার

তিনি আরও বলেন, "এবার ওঁর সম্পত্তি বিক্রি করতে পারবে ব্যাঙ্ক ৷ আমরা এবার আমাদের পাওনা বুঝে নিতে পারব ৷"

মূলত কিংফিশার এয়ারলাইনস সূত্রে 9 হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত বিজয় মালিয়া ৷ বর্তমানে যিনি ব্রিটেন রয়েছেন ৷ 2019 সালে মুম্বইয়ের বিশেষ আদলত মালিয়াকে পলাতক আর্থিক প্রতারণাকারী বলে ঘোষণ করে ৷

Last Updated : Jun 5, 2021, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details