পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED Arrests Former Judge: ঘুষ নেওয়ার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার পাঁচকুলার প্রাক্তন বিচারক - পাঁচকুলা স্পেশ্যাল কোর্টের প্রাক্তন বিচারক

বিচারকই একটি মামলা চলাকালীন অভিযুক্তের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল ৷ এই ঘটনায় হরিয়ানার দুর্নীতি দমন বিভাগের পুলিশ এফআইআর দায়ের করে ৷ তার ভিত্তিতেই সাসপেন্ড হওয়া ওই বিচারককে গ্রেফতার করেছে ইডি।

ETV Bharat
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

By

Published : Aug 11, 2023, 10:58 AM IST

নয়াদিল্লি, 11 অগস্ট: ঘুষ নেওয়ার অভিযোগ খোদ বিচারকের বিরুদ্ধে ! তাঁকে সাসপেন্ডও করা হয়েছে ৷ বৃহস্পতিবার পাঁচকুলা স্পেশ্যাল কোর্টের প্রাক্তন বিচারক সুধীর পারমারকে গ্রেফতার করেছে ইডি ৷ সরকারি সূত্রে খবর, আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ সুধীর পারমার এর আগে হরিয়ানার পাঁচকুলায় সিবিআই এবং ইডির বিশেষ বিচারক হিসেবে কর্মরত ছিলেন ৷

অভিযুক্ত সুধীর পারমারকে গুরুগ্রামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর পিএমএলএ আইনের আওতায় প্রাক্তন বিচারককে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ৷ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে ৷ ইডি প্রাক্তন বিচারককে তিনবার তলব করেছে ৷ শেষমেশ তাঁকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই সুধীর পারমারকে গ্রেফতার করেছে ইডি ৷

এর আগে প্রাক্তন বিচারকের ভাইপো অজয় পারমারকে গ্রেফতার করা হয় ৷ আর্থিক তছরূপের অভিযোগে, 2 প্রোমোটার বসন্ত বনসল এবং তাঁর ছেলে পঙ্কজ বনসলকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, আরেকটি রিয়্যাল এস্টেট গ্রুপের এমডি ললিত গোয়েলকেও গ্রেফতার করেছে ইডি ৷ এই মামলার বিচার প্রক্রিয়া ঘিরেই প্রশ্ন উঠেছে। এপ্রিল মাসে হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন ব্যুরো সুধীর পারমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ তখন তিনি পাঁচকুলায় পিএমএলএ কোর্টে বিশেষ বিচারক হিসেবে কর্মরত ছিলেন ৷

আরও পড়ুন: ৮৭ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ আসানসোল পৌরনিগমে ! জানেনই না মেয়র

এই এফআইআর নিয়ে ইডি জানিয়েছে, সুধীর পারমার একটি মামলায় অভিযুক্ত রূপ কুমার বনসল, তাঁর ভাই বসন্ত বনসল, ললিত গোয়েলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন ৷ তাঁদের বিরুদ্ধে ফৌজদারি-সহ একাধিক মামলা চলছে ওই কোর্টেই ৷ ইডি একটি বিবৃতিতে জানিয়েছে, ওই বিচারক তাঁর এজলাসে থাকা মামলায় অভিযুক্তদের থেকে ঘুষ নিচ্ছিলেন ৷ বিচারকের পদে থেকে এই ধরনের কাজ করে তিনি আদালতের মর্যাদা হানি করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details