দিল্লি , 23 ডিসেম্বর : "সরকার পুরো সংবেদনশীলতার সঙ্গে কৃষকদের সঙ্গে কথা বলছে । আশা করছি খুব তাড়াতাড়ি তাঁরা আন্দোলন তুলে নেবেন ।" আজ কিষাণ দিবসে টুইট করে এই বার্তাই দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । সেইসঙ্গে দেশের কৃষকদের কিষাণ দিবসের শুভেচ্ছা জানান তিনি ।
আজ ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের জন্মদিন । তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কৃষকদের জন্য একাধিক কাজ করেছিলেন । সেই কারণেই আজকের দিনটি কৃষক দিবস হিসাবে পালিত হয় । আজ এই কিষাণ দিবস উপলক্ষ্যে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাজনাথ সিং । সেই সঙ্গে কৃষি আইন ও আন্দোলনরত কৃষকদের বার্তা দিয়েছেন তিনি । টুইটে লেখেন, " কিষাণ দিবসে আমি দেশের সমস্ত কৃষকদের শুভেচ্ছা জানাই । কয়েকজন কৃষক নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন । সরকার পুরো সংবেদনশীলতার সঙ্গে কৃষকদের সঙ্গে কথা বলছে । আশা করছি খুব তাড়াতাড়ি তাঁরা আন্দোলন তুলে নেবেন । "
তিনি আরও জানান , চৌধুরি চরণ সিং সবসময় চাইতেন কৃষকদের আয় বাড়ুক । তাঁদের ফসল লাভজনক দাম পাক এবং তাঁদের মর্যাদা রক্ষা হোক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দ্বারা অনুপ্রাণিত । তিনি কৃষকদের কোনও ক্ষতি হতে দেবেন না ।