নয়াদিল্লি, 9 অগস্ট :ফের অনুদান পেলেন দেশের কৃষকরা ৷ সোমবার পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পের অধীনে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এবার টাকা পেলেন দেশের 9.75 কোটি উপভোক্তা ৷ দেওয়া হল 19 হাজার 500 কোটি টাকা ৷ এদিন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ভার্চুয়াল মাধ্যমে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন :যন্তর-মন্তরে ব়্যালি থেকে মানহানিকর স্লোগান, মামলা দিল্লি পুলিশের
2019 সালের ফেব্রুয়ারি মাসের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ ডিসেম্বর-2018 থেকে মার্চ-2019 এর সময়কালে কৃষকদের এই প্রকল্পে প্রথম কিস্তি দেওয়া হয় ৷ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় ৷ বছরে ছ’হাজার টাকা দেওয়া হয় কৃষকদের ৷ বছরে তিনটি কিস্তিতে দু’হাজার টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ৷
কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়ার এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উপস্থিত ছিলেন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan Samman Nidhi) নামে এই প্রকল্পে এখনও পর্যন্ত 9টি কিস্তি দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সব মিলিয়ে দেওয়া হল 1.37 লক্ষ কোটি টাকা ৷ এখনও পর্যন্ত 11 কোটি উপভোক্তা টাকা পেয়েছেন ৷