নয়াদিল্লি, 11 অগস্ট : ‘আত্মনির্ভর’ ভারত গঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) স্লোগানগুলির মধ্যে অন্যতম ৷ তাঁর এই স্বপ্ন পূরণে বরাবরই নারীশক্তির ক্ষমতায়ন ও স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে কর্মসংস্থানের পক্ষে সওয়াল করেছেন মোদি ৷ আর এবার সরাসরি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন তিনি ৷ বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে ৷ ‘আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ’ শীর্ষক এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা - জাতীয় গ্রামীণ জীবনযাত্রা অভিযানের আওতায় এই কর্মসূচি পালিত হবে ৷
আরও পড়ুন :Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এই বৈঠক শুরু হবে ৷ সেখানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রীকে তাঁদের সাফল্যের কাহিনি শোনাবেন ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ পাশাপাশি, এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি হ্য়ান্ডবুকও প্রকাশ করবেন ৷ খামারকেন্দ্রিক জীবনযাত্রা ঠিক কেমন হয়, কীভাবে বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ছে, সেই সম্পর্কেই তথ্য দেবে এই হ্য়ান্ডবুক ৷
আরও পড়ুন :Ujjwala 2.0 : প্রথম বারের এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন মোদির
একইসঙ্গে, বৃহস্পতিবারের অনুষ্ঠান মঞ্চ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহযোগিতা ও তহবিল বরাদ্দ করবেন প্রধানমন্ত্রী ৷ দেশের 4 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে মোট 1 হাজার 625 কোটি টাকা দেওয়া হবে ৷ এছাড়াও, সংশ্লিষ্ট একটি প্রকল্পের আওতায় (PM Formalisation of Micro Food Processing Enterprises) সাড়ে সাতহাজার স্বনির্ভর গোষ্ঠীকে 25 কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি, 75 টি কৃষি উৎপাদক সংগঠনের জন্য দেওয়া হবে 4 কোটি 13 লক্ষ টাকা ৷