দিল্লি, 29 ডিসেম্বর:এবার এইমস পেতে চলেছে রাজকোট। গুজরাতের এই শহরে এইমসের উদ্বোধন হবে আগামী 31 ডিসেম্বর। একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কথা জানানো হয়েছে।
এই ইনস্টিটিউট তৈরি করতে বরাদ্দ করা হয়েছে 201 একর জমি। আর এটা তৈরি করতে খরচ হবে 1195 কোটি টাকা। 2022 সালের মাঝামাঝি তৈরি হয়ে যাবে রাজকোটের এইমস। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে পিএমও থেকে জানানো হয়েছে, 750 শয্যার হাসপাতাল হবে। থাকবে 30 শয্যার আয়ুষ ব্লক। এইমসে এমবিবিএস-এ 125টি এবং নার্সিংয়ে 60টি আসন থাকবে।