পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বছরের শেষদিনে রাজকোটে এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - রাজকোট

এই ইনস্টিটিউট তৈরি করতে বরাদ্দ করা হয়েছে 201 একর জমি। আর এটা তৈরি করতে খরচ হবে 1195 কোটি টাকা। 2022 সালের মাঝামাঝি তৈরি হয়ে যাবে রাজকোটের এইমস। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে।

PM to lay foundation stone of AIIMS Rajkot on Thursday
বছরের শেষদিনে রাজকোটে এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By

Published : Dec 29, 2020, 6:54 PM IST

দিল্লি, 29 ডিসেম্বর:এবার এইমস পেতে চলেছে রাজকোট। গুজরাতের এই শহরে এইমসের উদ্বোধন হবে আগামী 31 ডিসেম্বর। একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কথা জানানো হয়েছে।

এই ইনস্টিটিউট তৈরি করতে বরাদ্দ করা হয়েছে 201 একর জমি। আর এটা তৈরি করতে খরচ হবে 1195 কোটি টাকা। 2022 সালের মাঝামাঝি তৈরি হয়ে যাবে রাজকোটের এইমস। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে পিএমও থেকে জানানো হয়েছে, 750 শয্যার হাসপাতাল হবে। থাকবে 30 শয্যার আয়ুষ ব্লক। এইমসে এমবিবিএস-এ 125টি এবং নার্সিংয়ে 60টি আসন থাকবে।

আরও পড়ুন:ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোরোনা পরিস্থিতির জন্য প্রায় সমস্ত অনুষ্ঠানই ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে করছেন। সোমবার তিনি দিল্লির ম্যাজেন্টা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো রেলের উদ্বোধন করেছেন। মহারাষ্ট্র থেকে বাংলা, 100 তম কিষাণ রেলের উদ্বোধন করেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। এছাড়াও গত কয়েকদিনে একাধিক ভার্চুয়াল কনফারেন্সে অংশগ্রহণ করেছেন মোদি।

ABOUT THE AUTHOR

...view details