পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi on Pandemic: করোনা অতিমারিকে আরও একবার নজিরবিহীন অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, করোনার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে লড়েছে ভারত ৷ আর তারই সুফল মিলছে এখন ৷ বিভিন্ন ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে ভারত (India is now getting the benefits of the fight of commoners against COVID ) ৷

Modi on Pandemic
করোনা অতিমারীকে আরও একবার নজিরবিহীন অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

By

Published : Jul 29, 2022, 2:16 PM IST

চেন্নাই, 29 জুলাই: করোনা অতিমারিকে আরও একবার নজিরবিহীন অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে শতাব্দীতে মাত্র একবার এ ধরনের সংকট তৈরি হয় ৷ দেশের বিজ্ঞানী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে অতিমারির মোকাবিলা করেছেন তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi said India fought against the Pandemic with confidence) ৷ চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের 42তম সমাবর্তনে শুক্রবার হাজির হয়ে আরও একবার করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের কথা তুলে ধরলেন তিনি ৷

সমাবর্তনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন,"অতিমারী সব দেশকেই পরীক্ষার মুখে ফেলেছিল কিন্তু ভারত আত্মবিশ্বাসের সঙ্গে অতিমারির মোকাবিলা করেছে ৷ বিজ্ঞানী থেকে শুরু করে গবেষক এবং সাধারণ মানুষ যেভাবে অতিমারীর বিরুদ্ধে লড়াই করেছে তার সুফল এখন পাওয়া যাচ্ছে ৷ সেই কারণেই আন্তর্জাতিক ব্যবসা থেকে উদ্ভাবন বা শিল্পায়নে ক্রমশ এগিয়ে যাচ্ছে ভারত ৷" এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, "সমস্ত দিকেই এগিয়ে যাচ্ছে ভারত ৷ প্রতিবন্ধকতাকে সুযোগে পরিণত করাতেই মিলছে সাফল্য ৷" পাশাপাশি দেশে কর কাঠামোয় বদল আনা থেকে শুরু করে আরও নানা ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে

অন্যদিকে,অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন বলেন, "রাজ্যের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে ৷ আর তাই পড়ুয়াদের মধ্যে অন্যত্র পড়তে যাওয়ার প্রবণতাও কমেছে আগের থেকে ৷' প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপালআর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান এবং তামিলনাড়ুর শিক্ষামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details