নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর :আফগানিস্তানের (Afghanistan) আকাশসীমার উপর দিয়ে বাণিজ্যিক উড়ানে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ তাই আমেরিকা (United States of America) যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে রওনা দেন ৷ প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে এবার আফগানিস্তানের আকাশসীমা বাদ দেওয়া হয়েছে ৷ বদলে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের (Pakistan) আকাশসীমা ৷ সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, 2019 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ৷ ওই বছর জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান ভারতে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছিল না ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে ৷ তবে এবার তারা অনুমতি দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি
এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22-25 সেপ্টেম্বর আমেরিকায় থাকবেন ৷ 24 সেপ্টেম্বর তাঁর বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে ৷ এছাড়া তিনি বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গেও ৷ পরদিন তিনি বক্তৃতা করবেন রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনে ৷