পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi : বাইডেন-জনসনদের পিছনে ফেলে গ্রহণযোগ্যতায় শীর্ষে মোদি

গ্রহণযোগ্যতার বিচারে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্য শীর্ষস্থান পেলেন নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেল, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসনকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷

PM
Narendra Modi

By

Published : Sep 5, 2021, 12:49 PM IST

ওয়াংশিটন, 5 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিজের দেশে সমালোচিত হচ্ছেন নরেন্দ্র মোদি ৷ করোনার বিরুদ্ধে লড়াই থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে দেশের নাগরিকদের কাছে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷ কিন্তু মার্কিন ডেটা ইন্টেজিলেন্স সংস্থা 'মর্নিং কনসাল্ট' (Morning Consult) বিশ্বের 13টি দেশে (অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন এবং আমেরিকা) সমীক্ষা চালিয়েছে। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতা কতটা, সেই সংক্রান্ত সমীক্ষা করে এই মার্কিন সংস্থা । সমীক্ষায় অংশ নেন সংশ্লিষ্ট দেশের প্রাপ্তবয়স্করা। এই সমীক্ষায় সবচেয়ে বেশি 70 শতাংশ রেটিং পেয়েছেন মোদি ৷

'মর্নিং কনসাল্ট' সর্বশেষ সমীক্ষাটি করেছে 2 সেপ্টেম্বর ৷ তাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেলকে পিছনে ফেলে দিয়েছেন মোদি ৷ গত দু'মাসে সারা বিশ্বে নিজের ভাবমূর্তি কিছুটা হলেও ভাল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত খবর : রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী মোদি

ফলে এই সমীক্ষায় গত 31 অগস্ট পর্যন্ত ভারতে মোদির গ্রহণযোগ্যতা দাঁড়িয়েছে 70 শতাংশ । ভারতে 2,126 জন প্রাপ্তবয়স্ক এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অবরাদোর। সার্বিকভাবে তাঁর গ্রহণযোগ্যতা 38 শতাংশ। পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তাঁর গ্রহণযোগ্যতার রেটিং 48 শতাংশ। একই রেটিং নিয়ে বাইডেনের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী মরিসন ৷ আর তারপর রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডু ৷ তাঁর রেটিং পয়েন্ট 45 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details