ওয়াংশিটন, 5 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিজের দেশে সমালোচিত হচ্ছেন নরেন্দ্র মোদি ৷ করোনার বিরুদ্ধে লড়াই থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে দেশের নাগরিকদের কাছে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷ কিন্তু মার্কিন ডেটা ইন্টেজিলেন্স সংস্থা 'মর্নিং কনসাল্ট' (Morning Consult) বিশ্বের 13টি দেশে (অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন এবং আমেরিকা) সমীক্ষা চালিয়েছে। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতা কতটা, সেই সংক্রান্ত সমীক্ষা করে এই মার্কিন সংস্থা । সমীক্ষায় অংশ নেন সংশ্লিষ্ট দেশের প্রাপ্তবয়স্করা। এই সমীক্ষায় সবচেয়ে বেশি 70 শতাংশ রেটিং পেয়েছেন মোদি ৷
'মর্নিং কনসাল্ট' সর্বশেষ সমীক্ষাটি করেছে 2 সেপ্টেম্বর ৷ তাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেলকে পিছনে ফেলে দিয়েছেন মোদি ৷ গত দু'মাসে সারা বিশ্বে নিজের ভাবমূর্তি কিছুটা হলেও ভাল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷