নয়াদিল্লি, 6 এপ্রিল: চার রাজ্যে আজ ভোট ৷ চারটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সক্কাল সক্কাল তিনি বাংলা, মালায়লম, তামিল ও ইংরেজিতে টুইট করে মানুষের কাছে ভোটদানের আবেদন জানিয়েছেন তিনি ৷ আজ ভোট রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ৷
আজ বাংলায় তৃতীয় দফার এবং অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ৷ সকালে টুইট করে মোদি বাংলার জনগণের উদ্দেশে লিখেছেন, "পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !" তাঁর বাকি তিন ভাষায় টুইটের বয়ানও প্রায় এক ৷
আজ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট দেবেন 20 কোটিরও বেশি মানুষ ৷ বাংলা ও অসম ছাড়া বাকি তিনটি জায়গায় আজ প্রথম দফার ভোটগ্রহণ ৷ বাংলায় আজ ভোট হচ্ছে 31টি আসনে ৷ অসমে শেষ দফায় 40টি আসনে ভোট হচ্ছে ৷