নয়াদিল্লি, 9 অগস্ট: আজকের দিনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধি ৷ এই দিনটির স্মরণে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে সব দেশপ্রেমী এই ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানান তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "মহাত্মা গান্ধিজির নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল ৷ ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে ভারত ছাড়ো আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷" 1942 সালের আন্দোলনের সঙ্গে আজকের ভারতের তুলনা টেনে তিনি লেখেন, "আজ, ভারতে একটাই আওয়াজ ৷ দুর্নীতি কুইট ইন্ডিয়া ৷ পরিবারবাদ কুইট ইন্ডিয়া ৷ তোষণের রাজনীতি কুইট ইন্ডিয়া ৷"
এর আগে 6 অগস্ট 508টি রেল স্টেশনের সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় এই একই কথা শোনা গিয়েছিল ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, তিনি ঘুরপথে বিরোধী ইন্ডিয়া জোটকেই আক্রমণ করেছিলেন ৷ এদিকে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি চেয়ে আসছে ইন্ডিয়া জোট-সহ অন্য বিরোধী দলগুলিও ৷ পাশাপাশি এই প্রশ্নেই লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীদের । তার আগে আবারও এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।