নয়া দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ লতা মঙ্গেশকরের 92 তম (Lata Mangeshkar) জন্মদিন ৷ 1929 সালে আজকের দিনে বর্তমান মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগ ভরা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
টুইটে গায়িকাকে দিদি সম্বোধন করে মোদি লেখেন, "লতাদিদিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর সুমধুর কণ্ঠ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে ৷ ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর বিনম্রতা আর অনুরাগের জন্য তিনি সম্মানিত ৷ ব্যক্তিগতভাবে বলি, তাঁর আশীর্বাদ একটা শক্তির উৎস ৷ আমি লতাদিদির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি ৷"
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "সৌম্যতার প্রতিমূর্তি কোকিলকণ্ঠী আদরণীয় দিদির জন্মদিনের শুভকামনা জানাই ৷ লতাদিদি নিজের সুরেলা গলায় ভারতীয় সঙ্গীতের গুঞ্জন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ৷ আপনি সবসময় সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ৷"
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "আদরণীয় দিদি, আপনার মধুর স্বর, তথা অলৌকিক ব্যক্তিত্বে আপনি প্রত্যেকের হৃদয়ে অমর হয়ে রয়েছেন ৷ আপনার জন্মদিনে হার্দিক অভিনন্দন ! আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ আর আমাদের সবার উপর আপনার স্নেহময় ছায়া থাকুক সব সময়, শুভকামনা রইল ৷"
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ৷ টুইটে তিনি লিখেছেন, "প্রায় 3 প্রজন্ম ধরে আর এখনও পর্যন্ত, সঙ্গীত মানে লতাজি, সুর মানে লতাজি ৷ লতাজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ আপনি স্বয়ং মা সরস্বতীর প্রতিমূর্তি ৷ আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি ৷"