কলকাতা, 9 জানুয়ারি:সদ্য পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেদিন তিনি বলেছিলেন, "বন্দে মাতরমের ভূমিতে বন্দে ভারতের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত খুশি ৷" আর এবার তাঁর হাত ধরেই রাজ্যে শুরু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক নদীভ্রমণ পরিষেবা (Longest International River Cruise Service) ৷ আগামী 13 জানুয়ারি বারাণসী (Varanasi) থেকে এই রিভার ক্রুজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ বিলাসবহুল ও অত্যাধুনিক এই ক্রুজটির নাম 'এমভি গঙ্গা বিলাস' (MV Ganga Vilas) ৷ এই পরিষেবা শুরু হলে নদীপথে বাংলার পর্যটনের আরও প্রসার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এমভি গঙ্গা বিলাস ভারতের পাঁচটি রাজ্য ছাড়াও পড়শি বাংলাদেশেও পৌঁছে যাবে ৷ মোট 51 দিনের যাত্রাপথে এই ক্রুজটি অতিক্রম করবে প্রায় 3 হাজার 200 কিলোমিটার জলপথ, ছুঁয়ে যাবে 50টি পর্যটনকেন্দ্র ৷ ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন নদীঘাট, জাতীয় উদ্য়ান, অসংখ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশ দিয়ে নদীপথে এগিয়ে যাবে এই ক্রুজ ৷ বারাণসী থেকে পটনা, সাহিবগঞ্জ, কলকাতা ও ঢাকা শহর হয়ে গুয়াহাটি পর্যন্ত পৌঁছে যাবে বিলাসবহুল এই জলযান ৷
আরও পড়ুন:এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের