পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

River Cruise: 13 জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের উদ্বোধনে মোদি, জুড়বে দুই বাংলা - পর্যটন

আগামী 13 জানুয়ারি বারাণসী (Varanasi) থেকে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক নদীভ্রমণ পরিষেবার (Longest International River Cruise Service) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কী এই পরিষেবা ?

PM Narendra Modi will inaugurate Longest International River Cruise Service from Varanasi
পর্যটনের মুকুটে নতুন পালক ! এমভি গঙ্গা বিলাস !

By

Published : Jan 9, 2023, 6:51 PM IST

কলকাতা, 9 জানুয়ারি:সদ্য পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেদিন তিনি বলেছিলেন, "বন্দে মাতরমের ভূমিতে বন্দে ভারতের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত খুশি ৷" আর এবার তাঁর হাত ধরেই রাজ্যে শুরু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক নদীভ্রমণ পরিষেবা (Longest International River Cruise Service) ৷ আগামী 13 জানুয়ারি বারাণসী (Varanasi) থেকে এই রিভার ক্রুজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ বিলাসবহুল ও অত্যাধুনিক এই ক্রুজটির নাম 'এমভি গঙ্গা বিলাস' (MV Ganga Vilas) ৷ এই পরিষেবা শুরু হলে নদীপথে বাংলার পর্যটনের আরও প্রসার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এমভি গঙ্গা বিলাস ভারতের পাঁচটি রাজ্য ছাড়াও পড়শি বাংলাদেশেও পৌঁছে যাবে ৷ মোট 51 দিনের যাত্রাপথে এই ক্রুজটি অতিক্রম করবে প্রায় 3 হাজার 200 কিলোমিটার জলপথ, ছুঁয়ে যাবে 50টি পর্যটনকেন্দ্র ৷ ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন নদীঘাট, জাতীয় উদ্য়ান, অসংখ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশ দিয়ে নদীপথে এগিয়ে যাবে এই ক্রুজ ৷ বারাণসী থেকে পটনা, সাহিবগঞ্জ, কলকাতা ও ঢাকা শহর হয়ে গুয়াহাটি পর্যন্ত পৌঁছে যাবে বিলাসবহুল এই জলযান ৷

আরও পড়ুন:এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের

ঘোষিত যাত্রাপথ অনুসারে, এই ক্রুজের পথচলা শুরু হবে উত্তরপ্রদেশের কাশী বা বারাণসী থেকে ৷ এরপর সেরাজ্যের গাজিপুর ঘুরে বিহারের পটনা হয়ে কলকাতায় পৌঁছবে ক্রুজটি ৷ এখান থেকে আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে ঢুকে যাবে বাংলাদেশে ৷ 15 দিন পর ফের ভারতীয় জলসীমায় ফিরবে এই জলযান ৷ অসমের গুয়াহাটি শহরে প্রবেশ করে যাবে ডিব্রুগড় পর্যন্ত ৷

এমভি গঙ্গা বিলাসের দৈর্ঘ্য 62 মিটার এবং প্রস্থ 12 মিটার ৷ বিলাসবহুল এই ক্রুজে রয়েছে তিনটি ডেক এবং 18টি স্যুইট ৷ এই স্যুইটগুলিতে সর্বাধিক 36 জন সফর করতে পারবেন ৷ প্রসঙ্গত, এই জাহাজটি পরিবেশবান্ধব ৷ অর্থাৎ এর যাতায়াতে নদীতে বা বায়ুমণ্ডলে দূষণের কোনও সম্ভাবনা নেই ৷

উদ্বোধনী যাত্রায় সুইৎজারল্য়ান্ডের 32 জন অতিথি এই জাহাজের যাত্রী হবেন ৷ বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত সফর করবেন তাঁরা ৷ আগামী 13 জানুয়ারি শুরু হবে সেই সফর ৷ শেষ হবে আগামী 1 মার্চ ৷ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details