পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

River Cruise: 13 জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের উদ্বোধনে মোদি, জুড়বে দুই বাংলা

আগামী 13 জানুয়ারি বারাণসী (Varanasi) থেকে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক নদীভ্রমণ পরিষেবার (Longest International River Cruise Service) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কী এই পরিষেবা ?

PM Narendra Modi will inaugurate Longest International River Cruise Service from Varanasi
পর্যটনের মুকুটে নতুন পালক ! এমভি গঙ্গা বিলাস !

By

Published : Jan 9, 2023, 6:51 PM IST

কলকাতা, 9 জানুয়ারি:সদ্য পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেদিন তিনি বলেছিলেন, "বন্দে মাতরমের ভূমিতে বন্দে ভারতের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত খুশি ৷" আর এবার তাঁর হাত ধরেই রাজ্যে শুরু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক নদীভ্রমণ পরিষেবা (Longest International River Cruise Service) ৷ আগামী 13 জানুয়ারি বারাণসী (Varanasi) থেকে এই রিভার ক্রুজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ বিলাসবহুল ও অত্যাধুনিক এই ক্রুজটির নাম 'এমভি গঙ্গা বিলাস' (MV Ganga Vilas) ৷ এই পরিষেবা শুরু হলে নদীপথে বাংলার পর্যটনের আরও প্রসার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এমভি গঙ্গা বিলাস ভারতের পাঁচটি রাজ্য ছাড়াও পড়শি বাংলাদেশেও পৌঁছে যাবে ৷ মোট 51 দিনের যাত্রাপথে এই ক্রুজটি অতিক্রম করবে প্রায় 3 হাজার 200 কিলোমিটার জলপথ, ছুঁয়ে যাবে 50টি পর্যটনকেন্দ্র ৷ ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন নদীঘাট, জাতীয় উদ্য়ান, অসংখ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশ দিয়ে নদীপথে এগিয়ে যাবে এই ক্রুজ ৷ বারাণসী থেকে পটনা, সাহিবগঞ্জ, কলকাতা ও ঢাকা শহর হয়ে গুয়াহাটি পর্যন্ত পৌঁছে যাবে বিলাসবহুল এই জলযান ৷

আরও পড়ুন:এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের

ঘোষিত যাত্রাপথ অনুসারে, এই ক্রুজের পথচলা শুরু হবে উত্তরপ্রদেশের কাশী বা বারাণসী থেকে ৷ এরপর সেরাজ্যের গাজিপুর ঘুরে বিহারের পটনা হয়ে কলকাতায় পৌঁছবে ক্রুজটি ৷ এখান থেকে আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে ঢুকে যাবে বাংলাদেশে ৷ 15 দিন পর ফের ভারতীয় জলসীমায় ফিরবে এই জলযান ৷ অসমের গুয়াহাটি শহরে প্রবেশ করে যাবে ডিব্রুগড় পর্যন্ত ৷

এমভি গঙ্গা বিলাসের দৈর্ঘ্য 62 মিটার এবং প্রস্থ 12 মিটার ৷ বিলাসবহুল এই ক্রুজে রয়েছে তিনটি ডেক এবং 18টি স্যুইট ৷ এই স্যুইটগুলিতে সর্বাধিক 36 জন সফর করতে পারবেন ৷ প্রসঙ্গত, এই জাহাজটি পরিবেশবান্ধব ৷ অর্থাৎ এর যাতায়াতে নদীতে বা বায়ুমণ্ডলে দূষণের কোনও সম্ভাবনা নেই ৷

উদ্বোধনী যাত্রায় সুইৎজারল্য়ান্ডের 32 জন অতিথি এই জাহাজের যাত্রী হবেন ৷ বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত সফর করবেন তাঁরা ৷ আগামী 13 জানুয়ারি শুরু হবে সেই সফর ৷ শেষ হবে আগামী 1 মার্চ ৷ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details