ঢাকা, 26 মার্চ : দুদিনের সফরে আজ ঢাকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ঢাকায় পৌঁছে হাসিনার সঙ্গে ছবি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে বাংলায় লেখেন, "ঢাকা পৌঁছালাম । বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ । এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে ।"
বিশ্বজুড়ে সংক্রমণ শুরুর পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর ৷ আজ সকাল 7:45 নাগাদ বাংলাদেশের উদ্দেশে রওনা দেন মোদি ৷ সকাল দশটায় ঢাকা পৌঁছান ৷ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান শেখ হাসিনা ৷ এরপর জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য পৌঁছে যান মোদি ৷ শ্রদ্ধা জানানোর পর টুইটে তিনি লেখেন, "বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন অনেকের কাছেই তাঁরা প্রেরণা ৷" জাতীয় স্মৃতি সৌধে চারা রোপণ করেন ৷ এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷