বেঙ্গালুরু, 26 অগস্ট: "ইন্ডিয়া ইজ অন দ্য মুন", ইসরোয় পৌঁছে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে দেশে ফিরে প্রথমেই তিনি বেঙ্গালুরুতে যান ৷ সেখানে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে পৌঁছন ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথের পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷
বেঙ্গালুরতে ইসরোর কার্যালয়ে পৌঁছে গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন ইসরোর চেয়ারম্যান ৷ তখন প্রধানমন্ত্রী মিশন তাঁকে এভাবেই অভিনন্দন জানান ৷ মিশন চন্দ্রযান-3-এর সাফল্যে নারীশক্তির ভূমিকার প্রশংসা করেন তিনি ৷ 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর ৷ এদিন প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তা কোনও সাধারণ সফলতা নয় ৷ অন্তরীক্ষে ভারতীয় বৈজ্ঞানিকদের শঙ্খনাদ বেজে উঠেছে ৷"
আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর
23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3-এর অবতরণ শতাব্দীর অন্যতম অমরত্বের ক্ষণ বলে জানান তিনি ৷ এদিন তিনি ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে আরও বলেন, "চাঁদের যেখানে আমাদের চন্দ্রযান নেমেছে, ভারত সেই জায়গার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ৷ চাঁদের মাটিতে ঠিক যে পয়েন্টে চন্দ্রযান-3-এর ল্যান্ডার নেমেছে, সেই পয়েন্টকে 'শিবশক্তি' নাম দেওয়া হয়েছে ৷ শিবশক্তিতে মানব জাতির কল্যাণ রয়েছে ৷ এভাবেই হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত জুড়ে থাকবে ৷"