পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: হাওড়া টু রাঁচি-পটনা, ন'টি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - flags off nine Vande Bharat Express trains

ন'টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার দুপুর 1টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনগুলির উদ্বোধন করেন তিনি ৷ এর মধ্যে হাওড়া থেকে রাঁচি এবং পটনা যাতায়াতে দু'টি বন্দেভারত এক্সপ্রেসও রয়েছে ৷

ETV Bharat
বন্দেভারত এক্সপ্রেস

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: ন'টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের 11টি রাজ্যের বিভিন্ন তীর্থস্থান-সহ পর্যটনস্থলগুলির মধ্যে দিয়ে যাবে বন্দেভারত এক্সপ্রেসগুলি ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ-সহ রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাতের পর্যটনস্থলগুলিকে জুড়বে বন্দে ভারত ৷

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমরা জানি, বিগত বছরগুলিতে বহু স্টেশনের কোনও উন্নয়ন হয়নি ৷ এর কাজ চলছে ৷ আজাদি কা অমৃত কালে যে স্টেশনগুলির উন্নয়ন হবে, তাদের নাম অমৃত ভারত স্টেশন রাখা হবে ৷" এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বন্দেভারত এক্সপ্রেসের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷

রবিবার দুপুর 12.30 মিনিটে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সেমিহাইস্পিড বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ন'টি বন্দেভারত এক্সপ্রেসের মধ্যে রয়েছে রাঁচি-হাওড়া, পটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ৷ বাকি- উদয়পুর-জয়পুর, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া-রেনিগুনটা-চেন্নাই, কাসারগড়-তিরুবনন্তপুরম, রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী, এবং জামনগর-আমেদাবাদ ৷

একটি বিবৃতিতে রেল জানিয়েছে, এই ট্রেনগুলিতে বিশ্বমানের পরিষেবা পাবেন যাত্রীরা ৷ এই ট্রেনগুলি দ্রুত গতিতে গন্তব্য়ে পৌঁছে দেবে ৷ তাই কম সময় লাগবে ৷ যেমন রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী এবং কাসারগড়-তিরুবনন্তপুরম বন্দেভারত এক্সপ্রেসে সংশ্লিষ্ট গন্তব্যে যাতায়াতে তিন ঘণ্টা কম সময় লাগবে ৷ হায়দরাবাদ আর বেঙ্গালুরুর মধ্যে আড়াই ঘণ্টা এবং তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাইতেও প্রায় আড়াই ঘণ্টা কম সময়ে যাতায়াত করা যাবে ৷

রাঁচি থেকে হাওড়া এবং পটনা থেকে হাওড়া যাতায়াতে বন্দেভারত এক্সপ্রেসের ক্ষেত্রে 60 মিনিট কম সময় লাগবে ৷ সর্বোচ্চ 160 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটতে পারে বন্দেভারত ৷ রাজস্থানের উদয়পুর-জয়পুরেও বন্দেভারতে আধ ঘণ্টা কম সময়ে যাতায়াত করা যাবে ৷ রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী এবং তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই এক্সপ্রেসের মাধ্যমে তীর্থক্ষেত্র পুরী ও মাদুরাই পৌঁছনো সহজ হবে ৷ বিজয়ওয়াড়া বন্দেভারত এক্সপ্রেসে পর্যটকরা তিরুপতিতে যেতে পারবেন ৷ এই ট্রেনগুলিতে কবচ প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক ৷

আরও পড়ুন: গুয়াহাটিগামী বন্দেভারত দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনেও, নয়া টাইম টেবিল ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details