পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যুবসমাজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণায় উৎসাহ মোদির - Mann Ki Baat

PM Narendra Modi : আরও বেশি করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2023 সালের শেষ 'মন কি বাতে' যুবসমাজকে এআই-এর ভালো দিকগুলিকে আরও বেশি করে অনুসন্ধানের কথা বললেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:37 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: 2023 সালের শেষ 'মন কি বাত' অনুষ্ঠানে প্রযুক্তির বিকাশে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে উৎসাহ দিলেন তিনি ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নিয়ে এসেছে তা উল্লেখ করেন ৷ এক্ষেত্রে উত্তরপ্রদেশে 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে ব্যবহার হওয়া এআই দ্বারা পরিচালিত 'ভাষিনি' অ্যাপকে উদাহরণ হিসেবে তুলে ধরেন মোদি ৷ ওই অ্যাপের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে 'রিয়েল টাইমে' মোদির ভাষণকে হিন্দি থেকে তামিলে অনুবাদ করা হয়েছিল ৷

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ সংক্রান্ত অ্যাপগুলি নিয়ে আরও বেশি করে গবেষণার আবেদন করেছেন মোদি ৷ যাতে 'রিয়েল টাইম' অনুবাদের ক্ষেত্রে এআই-কে 100 শতাংশ নির্ভুলভাবে ব্যবহার করা যায় ৷ আজকের 'মন কি বাতে' এ নিয়ে মোদি 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে ব্যবহার হওয়া এআই অ্যাপ 'ভাষিনি'কে উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

মোদি বলেন, "কিছু দিন আগে, কাশীতে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল ৷ যা আমি অবশ্যই মন কি বাতের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ৷ আপনারা জানানে, 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে অংশ নিতে তামিলনাড়ু থেকে অনেক হাজার হাজার মানুষ কাশি গিয়েছিলেন ৷ সেখানে আমি প্রথমবার জনসমক্ষে 'ভাষিনি' অ্যাপ ব্যবহার করেছিলাম তাঁদের সঙ্গে আলাপচারিতার জন্য ৷ অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত হয় ৷ আমি সেখানে মঞ্চ থেকে হিন্দিতে ভাষণ দিয়েছি ৷ কিন্তু, ধন্যবাদ 'ভাষিনি' অ্যাপকে, যার সাহায্য সেখানে উপস্থিত তামিলনাড়ুর লোকজন আমার কথা তামিল ভাষায় শুনতে পেরেছেন ৷ আর সেই অনুবাদ 'রিয়েল টাইমে' (সেই মুহূর্তে) হয়েছে ৷"

প্রধানমন্ত্রীর বিশ্বাস, "আগামী দিনে খুব দ্রুত এমন একটা সময় আসবে, যখন সবরকম ভাষায় ভাষণ বা বক্তব্য শোনা যাবে ৷ যেখানে একটাই ভাষণ শ্রোতারা 'রিয়েল টাইমে' নিজেদের ভাষায় শুনতে পাবেন ৷ এই একই প্রযুক্তি ভবিষ্যতে সিনেমাতেও ব্যবহার করা হবে ৷ যেখানে দর্শকরা সিনেমা হলে 'রিয়েল টাইমে' এআই-এর সাহায্যে নিজেদের ভাষায় সিনেমার দৃশ্যের সঙ্গে ডায়লগ শুনতে পাবেন ৷" আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন পুরোদমে ভারতে ব্যবহার শুরু হবে, তখন শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাষার কোনও সমস্যা আর থাকবে না বলে উল্লেখ করেছেন মোদি ৷

খবর সূত্র সংবাদসংস্থা- এএনআই

আরও পড়ুন:

  1. এআই বাড়াচ্ছে অপরাধের আশঙ্কা, তদন্ত হবে কীভাবে? বিশেষ প্রশিক্ষণ লালবাজারের
  2. রেলপথে হাতির মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির উপর ভরসা মন্ত্রকের
  3. রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল

ABOUT THE AUTHOR

...view details