নয়াদিল্লি, 8 নভেম্বর: ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান অনেক আগেই তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু এবার তিনি দেখতে চান দেশবাসী ‘লোকাল’-এর জন্য ঠিক কতটা ‘ভোকাল’ হচ্ছেন ৷ তাই এবার দীপাবলিতে স্থানীয়দের তৈরি সামগ্রী কেনার আবেদন করেই থেমে যাননি প্রধানমন্ত্রী ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আরও একটি আবেদন ৷ জানিয়েছেন, স্থানীয়দের তৈরি সামগ্রী কিনে সেলফি তুলুন ৷ তার পর সেটি পোস্ট করে দিন নমো অ্যাপে ৷
এই নিয়ে এক্স হ্যান্ডেলে (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) একটি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘এই দীপাবলি আমরা ভারতের উদ্যোগ ও শিল্পীসত্ত্বাকে সঙ্গে নিয়ে পালন করি ৷’’ সেখানে তিনি এই উৎসব নমো অ্যাপে হ্যাশট্যাগ ভোকাল ফর লোকাল লিখে পালন করার আর্জি জানান ৷ এই একটি ইউআরএল-ও পোস্ট করেন ৷
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লিখেছেন, "স্থানীয়ভাবে তৈরি করা পণ্য কিনুন এবং তারপরে নমো অ্যাপে পণ্য বা নির্মাতার সঙ্গে একটি সেলফি পোস্ট করুন । আপনার বন্ধু এবং পরিবারকে আপনার থ্রেডে যোগ দিতে এবং ইতিবাচকতার চেতনা ছড়িয়ে দিতে আমন্ত্রণ জানান ৷"
তিনি আরও লিখেছেন, "আসুন আমরা স্থানীয় প্রতিভাকে সমর্থন করতে, সহ-ভারতীয়দের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ রাখতে ডিজিটাল মিডিয়ার শক্তি ব্যবহার করি ।" এর আগে অক্টোবরের মন কি বাতেও ‘ভোকাল ফর লোকাল’-এর সমর্থনে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷