নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi unveils hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate) ৷ এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে দেশে স্বাধীন হওয়ার পর অনেক মহান ব্যক্তির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ দেশবাসীর অবদান ছিল কিন্তু তাঁদের ইতিহাসও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ কিন্তু আজ সেই ভুল সংশোধন করছে দেশ ৷ "
বিজেপির তরফ থেকে মাঝে মাঝেই বলা হয় কংগ্রেস শুধুমাত্র গান্ধি-নেহেরু পরিবার ও তাঁদের ঘনিষ্ঠদেরই এতবছর ধরে প্রাধান্য দিয়ে এসেছে, দেশের স্বাধীনতার ইতিহাসের বর্ণনাতেও সকলকে প্রাপ্য সম্মান দেয়নি কংগ্রেস ৷ এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কার্যত ফের একবার সেই দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে ৷ নেতেজির পাশাপাশি এদিন তাঁর মুখে আম্বেদকর, সর্দার বল্লব ভাই প্যাটেল, বিরষা মুন্ডার নাম শোনা গেলেও জওহরলাল নেহেরুর নাম শোনা যায়নি ৷ 2 দিন আগেই নিভিয়ে দেওয়া হয়েছে ইন্দির গান্ধির আমলে তৈরি হওয়া ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিল কংগ্রেস ৷ দেশের ইতিহাস মেটাতে চাইছেন মোদি এই অভিযোগ উঠেছিল, মনে করা হচ্ছে এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷