পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM unveiled National Emblem: উচ্চতা 6.5 মিটার! নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

মোট ওজন 9500 কেজি, উচ্চতা 6.5 মিটার । নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi unveiled bronze National Emblem cast in New Parliament Building)।

PM Modi unveiled bronze National Emblem
PM Modi unveiled bronze National Emblem

By

Published : Jul 11, 2022, 4:57 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই: সোমবার নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রতীকটি ব্রোঞ্জ দিয়ে তৈরি । এটির মোট ওজন 9500 কেজি এবং উচ্চতা 6.5 মিটার । জাতীয় প্রতীকটি ক্লে মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স থেকে শুরু করে মোট আটটি ধাপে তৈরি করা হয়েছে (PM Modi unveiled bronze National Emblem cast in New Parliament Building)।

64,500 বর্গমিটার এলাকা জুড়ে সংসদ ভবনটি তৈরি হচ্ছে ৷ নতুন সংসদ ভবনে লোকসভায় 888 জন সদস্যের বসার ব্যবস্থা করা হচ্ছে ৷ আর রাজ্যসভায় থাকবে 384 জনের বসার ব্যবস্থা ৷ প্রথমে চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ৷ যদিও ইতিমধ্যে জানানো হয়েছে, অক্টোবরের আগে ভবন নির্মাণের কাজ শেষ হবে না ।

চলতি বছরের শুরুর দিকে সিপিডব্লিউডি জানিয়েছিল, খরচ বৃদ্ধির পর নির্মাণকাজে প্রায় 1200 কোটি টাকা লাগবে বলে মনে করা হচ্ছে ৷ এই প্রকল্পের জন্য প্রাথমিক যে খরচ নির্ধারিত হয়েছিল তার থেকে এই অঙ্কটা 223 কোটি টাকা বেশি ৷ 2020 সালে 971 কোটি টাকায় সংসদের নয়া ভবন তৈরির বরাত দেওয়া হয় টাটা প্রজেক্টকে ৷ এই ভবন তৈরির কাজ শেষ করার জন্য 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের শীতকালীন অধিবেশন নয়া সংসদ ভবনে করার কথা ভাবা হয়েছে ৷

নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

আরও পড়ুন : নয়া সংসদ ভবন নির্মাণের খরচ বাড়ল আরও 200 কোটি টাকা !

এদিন প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ।

ABOUT THE AUTHOR

...view details