পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manmohan Singh : মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর - All India Institute of Medical Sciences

বুধবার সন্ধেয় জ্বর, দুর্বলতা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী চান্নি ৷

মনমোহন সিংয়ের সুস্থতা প্রার্থনা মোদির
মনমোহন সিংয়ের সুস্থতা প্রার্থনা মোদির

By

Published : Oct 14, 2021, 12:17 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর : মনমোহন সিংয়ের (Manmohan Singh) সুস্থতা কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বুধবার সন্ধেয় জ্বর এবং দুর্বলতাজনিত অসুস্থতা নিয়ে দিল্লির (Delhi) এইমস-এ (All India Institute of Medical Sciences, AIIMS) ভর্তি হয়েছিলেন তিনি ৷ টুইটে মোদি লেখেন, "আমি ডঃ মনমোহন সিংজির দ্রুত আরোগ্য এবং সুস্থ শরীরের জন্য প্রার্থনা করছি ৷"

বৃহস্পতিবার এইমস-এ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিংকে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী (Union Health Minister) মনসুখ মানড্যভিয়া (Mansukh Mandaviya) ৷ মনমোহন সিংয়ের আরোগ্য কামনা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister) চরণজিৎ সিং চান্নি (Charanjit S Channi), কংগ্রেস নেতা এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah) ৷

আরও পড়ুন : Manmohan Singh : অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং

মুখ্যমন্ত্রী চান্নি টুইটে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজি এইমস-এ ভর্তি ৷ প্রার্থনা করছি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং সুস্থ শরীর ফিরে পান ৷" সিদ্ধারামাইয়া টুইটে লেখেন, "এটা খুবই দুঃখের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজি এইমস-এ ভর্তি হয়েছেন ৷ তিনি খুব শিগগিরি সুস্থ হয়ে উঠুন ৷"

এ বছর 19 এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মনমোহন সিংকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল ৷ 26 সেপ্টেম্বর তিনি 89 বছরে পা রেখেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details