নয়াদিল্লি, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী (Swami Vivekananda Birth Anniversary) ৷ এদিন সকালে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi tweets on Swami Vivekananda Jayanti) ৷ তাঁর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যের কথা মনে করিয়ে দেন দেশবাসীকে ৷
স্বামীজির জন্মদিন 12 জানুয়ারি দেশজুড়ে পালিত হল জাতীয় যুব দিবস (National Youth Day 2022) ৷ এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী ৷ স্বামীজির স্বপ্নপূরণের লক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ৷