নয়াদিল্লি, 15 অক্টোবর : তিনি বেঁচে থাকলে, আজ তাঁর বয়স হত 90 ৷ তিনি দেশের 11তম রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam) ৷ 2002-07 পর্যন্ত দেশের রাষ্ট্রপতির পদে ছিলেন এই বিজ্ঞানী, লেখক, শিক্ষক ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে সকাল সকাল টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷তিনি লেখেন, "মিসাইল ম্যান নামে বিখ্যাত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামজি-কে তাঁর জন্মদিনে প্রণাম জানাই ৷ তিনি নিজের জীবন ভারতের শক্তিবৃদ্ধি, সমৃদ্ধি আর সামর্থ্যবান বানানোর কাজে উৎসর্গ করেছেন ৷ দেশবাসীর জন্য তিনি অনুপ্রেরণা ৷"
1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমে (Rameswaram) জন্মগ্রহণ করেন আভুল পাকির জইনুলআবেদিন আবদুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) ৷ তাঁর বাবা নৌকা পারপার করে জীবিকা নির্বাহ করতেন ৷ দরিদ্র পরিবারের সন্তান আবদুল কালাম একদিন 'অগ্নি' (AGNI) এবং 'পৃথিবী' (PRITHVI) নামক ক্ষেপণাস্ত্র তৈরি করবেন, কে জানত ৷ তাই তাঁকে 'মিসাইল ম্যান' বলেও ডাকা হয় ৷ আর শুধু বিজ্ঞানী নয়, সুবক্তা কালাম পান দেশের রাষ্ট্রপতির পদ ৷