নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রীর জন্মদিন ৷ নরেন্দ্র মোদি 72 বছরে পা রাখলেন ৷ আজ দিনভর নানারকম কর্মসূচি রয়েছে ৷ সকাল 10.45 নাগাদ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে 3টি চিতাকে কোয়ারান্টাইন এলাকায় ছাড়বেন (Namibia in the Kuno National Park in Madhya Pradesh) ৷ নামিবিয়া থেকে 8টি চিতা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ৷ শনিবার সকালে তাদের ভারতে পৌঁছনোর কথা ৷ এছাড়া চারটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi turns 72) ৷
সকাল সকাল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu twitter) ৷ তিনি টুইট করে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাই ৷ আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা আর সৃজনশীলতার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন ৷ দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে ৷ আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন ৷ আপনি দীর্ঘায়ু হোন ৷"
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) মোদিকে শুভেচ্ছা জানিয়ে 3টি টুইট করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে ৷ মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ ৷ আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে ৷" তিনি সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানান ৷