নয়াদিল্লি, 21 জানুয়ারি :জনপ্রিয়তার নিরিখে বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি দুনিয়ার তাবড় নেতাদের নিয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে ৷ আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের 71 শতাংশ প্রাপ্তবয়স্ক মোদিকে পছন্দ করেছেন (PM Narendra Modi tops list in global leaders) ৷
এই সংস্থা সমীক্ষায় জানিয়েছে, মোদির পরে মেক্সিকোর আঁন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাডোর 66 শতাংশ, ইতালির মারিও দ্রাঘি 60 শতাংশ এবং জাপানের ফুমিও কিশিদা 48 শতাংশ মানুষের পছন্দের তালিকায় রয়েছেন ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রত্যেকে 43 শতাংশ পেয়ে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করেছেন ৷ সম্প্রতি 'পার্টিগেট' অপবাদ পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন 26 শতাংশ জনপ্রিয়তা পেয়ে একেবারে নিচে ঠাঁই পেয়েছেন ৷