নয়াদিল্লি, 3 জুন: আজই বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন তিনি ৷ ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক করেন তিনি ৷ শুক্রবার সন্ধ্যা 7টার খানিক পরে এই দুর্ঘটনা ঘটে ৷ ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে 261 হয়েছে ৷ এই সংখ্যা আরও বৃদ্ধির আশংকা আছে ৷ আহত 900 ছাড়িয়েছে বলে জানা গিয়েছে ৷ সরকারি সূত্র অনুযায়ী, রাজ্যের তরফে 200টি অ্যাম্বুলেন্স, 50টি বাস এবং 45টি মোবাইল হেল্থ ইউনিটের বন্দোবস্ত করা হয়েছে ৷
সরকারি সূত্রে খবর, প্রথমে তিনি দুর্ঘটনাস্থলে যাবেন ৷ তারপর সেখান থেকে কটকের হাসপাতালে গিয়ে জখম যাত্রীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ৷ স্থানীয়রা প্রথম উদ্ধারকার্য শুরু করে ৷ সেই জন্য তিনি অঞ্চলবাসীকে তা কৃতজ্ঞতা জানিয়েছেন ৷