নয়াদিল্লি, 10 অগস্ট: অনাস্থা প্রস্তাবের আজ তৃতীয় দিন ৷ বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ সংসদে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে এমনই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর । বিরোধী শিবির তথা দেশ তাকিয়ে আছে, কখন তিনি মণিপুর নিয়ে বিবৃতি দেবেন ৷ 3 মে থেকে অশান্ত মণিপুর ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী প্রথম মন্তব্য করেন 20 জুলাই সংসদের বাইরে ৷ সেদিন বাদল অধিবেশন শুরু হয় ৷ সঠিক সময় জানা না-গেলেও মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সন্ধ্যা নাগাদ লোকসভায় জবাবি ভাষণ দেবেন ৷
প্রথম থেকেই ইন্ডিয়া জোট-সহ অন্য বিরোধী দলগুলি সংসদের মধ্যে তাঁর মুখ থেকে মণিপুর ইস্যুতে বিবৃতি দাবি করে এসেছে ৷ এরপর বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান দল কংগ্রেস ৷
প্রধানমন্ত্রীকে চাপে ফেলতে এই কৌশল বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে মণিপুর নিয়ে বলবেন ৷ সাংসদ পদ ফিরে পেয়ে গতকাল লোকসভায় অনাস্থা প্রস্তাবে বক্তৃতা দেন রাহুল গান্ধি ৷ তারপরই অনাস্থা প্রস্তব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভাষণ দেন ৷ দু'জনের বক্তৃতা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল লোকসভা ৷ চার দেওয়াল ছাড়িয়ে তার আঁচ পড়েছে দেশের রাজনীতিতেও ৷
আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির